
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে শাসনের ধরন, বদলেছে মা ও মেয়ের সম্পর্কের সমীকরণও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ১০ বছর বয়সী কন্যা আদিরা চোপড়াকে নিয়ে এমনই কিছু মজাদার ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করলেন বলিউড কুইন রানি মুখোপাধ্যায়। রানির মতে, তাঁর মেয়ে ‘জেন-আলফা’ (Generation Alpha) প্রজন্মের প্রতিনিধি, তাই তাকে শাসন করা তো দূর—উল্টে মেয়ের থেকেই ধমক খেতে হয় অভিনেত্রীকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রানি বলেন, “আদিরা মাঝেমাঝে আমাকে বেশ ঝাড় দেয়! ও জেন-আলফা, তাই ওর কথা আমাকে মন দিয়ে শুনতে হয়। আসলে প্রতিটা প্রজন্মই আলাদা। ছোটবেলায় আমি আমার মায়ের কাছে মার খেয়েছি, চড়ও খেয়েছি। কিন্তু আমি আদিরাকে চড় মারার কথা ভাবতেও পারি না, কারণ ও হয়তো আমাকে পালটা চড় মেরে বসবে!”
মেয়ের প্রভাব কতটা গভীর, তা বোঝাতে রানি আরও বলেন, “যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা হচ্ছিল, ও তখন সারা বাড়ি লাফিয়ে বেড়াচ্ছিল। ও ভীষণ মিষ্টি, কিন্তু ও যেহেতু আজকের যুগের বাচ্চা, তাই ওকে আমি বেশ ভয়ই পাই।”
ব্যক্তিগত জীবনের এক আবেগঘন অধ্যায় নিয়েও কথা বলেন রানি। বাবা রাম মুখোপাধ্যায়ের প্রয়াণের পর আদিরাই এখন তাঁর শক্তির উৎস। অভিনেত্রীর কথায়, “বাবা মারা যাওয়ার পর আমার অভিনয়ের ওপর তাঁর মতামত খুব মিস করি। এটা কঠিন, কিন্তু ঈশ্বর সবকিছুর ভারসাম্য বজায় রাখেন। তিনি আমাকে আমার মেয়েকে দিয়েছেন। ও আমার খুব কাছের এবং আমাকে নিয়ে খুব গর্বিত। আদিরা এখন আমার বাবার জায়গাটা নিয়ে নিয়েছে। বর্তমানে ও-ই আমার সবচেয়ে বড় চিয়ারলিডার।”
রানির সাজগোজ নিয়েও আদিরার নিজস্ব স্পষ্ট মতামত রয়েছে। রানি জানান, মেকআপ করলে আদিরা তাঁকে চিনতে অস্বীকার করে। রানি বলেন, “আমি মেকআপ করলে ও বলে— ‘মাম্মা, তোমাকে ঠিক আমার মায়ের মতো দেখতে লাগছে না।’ তারপর যখন আমি মেকআপ তুলে ওর সামনে যাই, তখন ও বলে— ‘হ্যাঁ, এবার তোমাকে আমার মায়ের মতো লাগছে’।”
পেশাগত জীবনে রানিকে খুব শীঘ্রই দেখা যাবে তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি ৩’-এ। আয়ুষ গুপ্তের লেখা এবং অভিরাজ মিনওয়ালা পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।