জাতীয় পুরস্কার কাকে উৎসর্গ করলেন রানি?

অভিনয় জীবনের ৩০ টা বছর পার করে এই প্রথম জাতীয় সম্মান পেলেন রানি মুখোপাধ্যায়। খান ও মুখার্জি পরিবারে এখন শুধু 'খুশি'র হাওয়া। কোনও 'গম' নেই। আর তাই সেই খুশিকে নিয়েই রানি মুখোপাধ্যায়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, অনুরাগী এবং 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির টিমকে ধন্যবাদ জানালেন।

জাতীয় পুরস্কার কাকে উৎসর্গ করলেন রানি?

|

Sep 24, 2025 | 5:27 PM

বলিউডে এখন ‘কুছ কুছ হোতা হ্যায়’ মোমেন্ট। একদিকে কেরিয়ারের ৩৩ বছর পর সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। তো অন্যদিকে, অভিনয় জীবনের ৩০ টা বছর পার করে এই প্রথম জাতীয় সম্মান পেলেন রানি মুখোপাধ্যায়। খান ও মুখার্জি পরিবারে এখন শুধু ‘খুশি’র হাওয়া। কোনও ‘গম’ নেই। আর তাই সেই খুশিকে নিয়েই রানি মুখোপাধ্যায়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, অনুরাগী এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির টিমকে ধন্যবাদ জানালেন। আর মঙ্গলবার জাতীয় পুরস্কার হাতে পেয়ে এই সম্মান উৎসর্গ করলেন তাঁর বাবা প্রয়াত প্রযোজক রাম মুখোপাধ্যায় ও তাঁর মা কৃষ্ণ মুখোপাধ্যায়কে।

জাতীয় পুরস্কার হাতে পেয়ে কী বললেন রানি?

রানি বললেন, ”আমার ৩০ বছরের কেরিয়ারে পাওয়া এই সম্মান আমার কাছে এক বিরাট প্রাপ্তি একজন অভিনেতা হিসেবে। আমার এই সম্মান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সারাজীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন। এই দিনে আমার বাবার কথা খুব মনে পড়ছে। এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে আমার বাবা আমার সঙ্গেই রয়েছেন। আর রয়েছে আমাকে সর্বদা সাহস জুগিয়ে চলা আমার মা। যাঁর শক্তি আমাকে চালনা করেছে এবং এরকম এক ছবি দর্শককে উপহার দিতে সাহায্য করেছে।”

এর আগে রানি জানিয়ে ছিলেন, রানি জানান, ‘আমি সত্য়িই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি আপ্লুত। আমার ৩০ বছরের সিনে কেরিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে বহু ভাল ভাল ছবিতে কাজ করেছি। দর্শকদের ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আডবাণী, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’

রানি আরও বলেন, ‘আমার এই পুরস্কার উৎসর্গ করতে চাই বিশ্বের সব কোণে ছড়িয়ে থাকা সেই মায়েদের যাঁরা নিজের সন্তানের জন্য লড়ে যাচ্ছেন, আত্মত্যাগ করছেন। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক, অনুরাগীদের যাঁদের জন্য এই ৩০ বছর ধরে সিনেপর্দায় চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছি। তাঁরা না থাকলে, এই সম্মান আমার এই অভিনয় যাত্রা কখনই সফল হত না।’