গর্ভেই নষ্ট ৫মাসের সন্তান,একরাশ দুঃখ নিয়ে রানি বলেন…
৪৬ বছর বয়সে পা দিয়েছেন রানি মুখোপাধ্য়ায়। বিগত আড়াই দশক ধরে বলিউডে রাজ করছেন এই অভিনেত্রী। তিনি প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী। তাঁদের এক সন্তান আছে--কন্যা আদিরা চোপড়া। কিন্তু আদিরার পরও এক সন্তানের জননী হওয়ার কথা ছিল রানীর। সেই সন্তান জন্ম নেওয়ার আগেই নষ্ট হয়েছে অদৃষ্টের চক্রান্তে।
৪৬ বছর বয়সে পা দিয়েছেন রানি মুখোপাধ্য়ায়। বিগত আড়াই দশক ধরে বলিউডে রাজ করছেন এই অভিনেত্রী। তিনি প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী। তাঁদের এক সন্তান আছে–কন্যা আদিরা চোপড়া। কিন্তু আদিরার পরও এক সন্তানের জননী হওয়ার কথা ছিল রানীর। সেই সন্তান জন্ম নেওয়ার আগেই নষ্ট হয়েছে অদৃষ্টের চক্রান্তে। রানি একজন দারুণ মা। কেরিয়ারের পাশাপাশি মায়ের সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। সমস্ত কর্মরত মায়েদের কাছে তিনি নিদর্শন। কিন্তু তাঁর জীবনে এক দারুণ দুঃখের ঘটনা রয়েছে। রানি নিজে জানিয়েছেন, তাঁর জীবনের সেই কালো অধ্যায়ের কথা।
৩৯ বছর বয়সে আরও এক সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল রানির। কিন্তু সেই সন্তানকে তিনি পৃথিবীর আলো দেখাতেই পারলেন না। তাঁর আগেই সব শেষ হয়ে গেল। রানি তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। গর্ভেই নষ্ট হয়ে যায় সেই সন্তান। এই নিষ্ঠুর সত্যি নিয়ে নিত্য জীবন কাটাতে হয় রানিকে। বলেছেন, “আমি বাস মিস করেছি। অনেক বড় পরিবার তৈরি করার ইচ্ছা ছিল আমরা। কিন্তু দেরিতে শুরু করলে এমন অঘটন হতে পারে।” সেই সঙ্গে রানি এটাও বলেছেন, “আমি দ্বিতীয় সন্তানের জন্য আবারও প্রস্তুতি নিতে পারি।”
রানি নিজেই বলেছেন, “এই নিয়ে আমি আগে মুখ খুলিনি। জীবনের সব কিছু নিয়েই এখন জনসমক্ষে আলোচনা হয়। ছবির প্রচারের সময় এই ধরনের ব্যক্তি ঘটনাকে তুলে আনা হয়। কিন্তু আমি আমার ছবি প্রোমোট করার জন্য তেমন কিছু বলিনি আগে।” রানির গর্ভপাতের ঘটনাটি ঘটে লকডাইনের সময়। ২০২০ সালের শেষের দিকে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। কিন্তু পাঁচ মাস পরই সেই সন্তান গর্ভেই নষ্ট হয়। ২০১৪ সালে ইতালিতে সম্পূর্ণ বাঙালি মতে আদিত্য়কে বিয়ে করেছিলেন রানি। তাঁদের কন্যা আদিরার এখন ৮ বছর বয়স।