
একদিকে ‘কোন গোপনে মন ভেসেছে ‘ সিরিয়ালের শ্যুট, অন্যদিকে ‘রাস’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অভিনেতা রণজয় বিষ্ণু। এর মাঝে হঠাৎই সোশ্যাল মিডিয়ার পাতায় এসে এ কী বললেন অভিনেতা? ফেসবুকে একটি লাইভ করে রণজয় জানালেন, তাঁর বাড়িতে কিছুদিন ধরেই চলছে নানা ধরনের অদ্ভূতুড়ে কান্ড। শ্যুটেই বেশিরভাগ সময় কাটে রণজয়ের। বাড়িতে কেউ থাকে না। কিছুদিন ধরেই তাঁর বাড়িতে অদ্ভুত সব জিনিস ঘটছে। সোশ্যাল মিডিয়ায় নিজের ঘরের ছবি দেখিয়ে অভিনেতা বললেন, ” বাড়িতে ফিরে দেখি আমার টেবিলের উপর রাখা টব ভেঙে গিয়েছে। আমি মাটি পরিষ্কার করলাম। এই ঘটনাটা আপনাদের জানাই, গত তিন থেকে চার মাস ধরে ক্রমাগত এই ঘটনা ঘটছে। কখনও টব ভেঙে পড়ে রয়েছে, কখনও আমার দু’টো ছবির ফ্রেম ভেঙে পড়ে রয়েছে। আমার ঘরের সব জানলা দরজা বন্ধ করে তবেই বাড়ি থেকে বের হই। কোন পোষ্য এই ঘরে নেই। আবার ক’দিন ধরে ঘুম থেকে উঠে দেখি হাতে পিঠে নখের আঁচড় রয়েছে। অথচ ঘুমোতে যাওয়ার আগে কিছু ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার যদি কিছু বোঝেন, প্লিজ একটু জানান।”
এই কথা শোনা মাত্রই নেটিজেনদের মধ্যে হড়োহুড়ি পরে যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন টোটকা লিখতে থাকেন। কেউ পুজো দিতে বলেন, তো কেউ বাস্তবে ঠিক কাজ করার উপদেশ দেন। অনেকেই ভয় পাচ্ছেন এখানে নিশ্চয়ই কিছু ভৌতিক বিষয় রয়েছে। যদিও এই লাইভের পর রণজয় আবার নিজের শ্যুট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। TV9 বাংলা থেকে যোগাযোগ করা হলে অভিনেতা জানান তিনি শ্যুট এ ব্যস্ত। তবে এই ঘটনা কিছুদিন ধরেই তাঁর সঙ্গে ঘটছে। তিনি বললেন, ” সিসিটিভি ফুটেজ দেখে আমি নিশ্চিত বাড়িতে কেউ ঢোকেনি, এটা চুরির বিষয় নয়। তাই পুলিশে যাইনি। আমি ভয় পাই না আর সেরকম কোন ভৌতিক বিষয় হলে আমি টের পেতাম। আমার মনে হয় কেউ বা কিছু মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করছে। তবে আমার ক্ষতি করতে পারবে না, আমার উপর এত আশীর্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে সকলের, যে আমার চারিদিকে একটা বর্ম তৈরি করে রেখেছে, তাই আমার আশেপাশের জিনিসের ক্ষতি করছে।”
রণজয় বিষ্ণু এই ধরনের কালাজাদু বা তুকতাকে বিশ্বাস করেন? উত্তরে অভিনেতা বলেন, ” এই ধরনের ঘটনার পর আমি বই পড়ছি, পডকাস্ট দেখছি। কিছুদিন আগে ট্যরো কার্ড রিডে দেখেছি, কেউ আমার ক্ষতি চাইছে। তবে আমার কিছু হবে না জানি, আমি মন্ত্র শক্তিতে বিশ্বাস করি। আপাতত একটু পুজো দেবো ঠিক করেছি।” অভিনেতা আরও বললেন ,” অনেকেই ভাবছে আমি কোনও সিনেমার প্রোমোশন করছি। একটা কথা বলে রাখি, এই ধরনের চিপ পাবলিসিটিতে আমি বিশ্বাস করি না।”
যদিও রণজয় বিষ্ণুর জন্য নেটিজেনদের উদ্বেগ বাড়তেই থাকছে। রণজয়ের সঙ্গে এমন ঘটনা ঘটার পিছনে কী কারণ থাকতে পারে, সেই নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের উপদেশ পালন করার চেষ্টা করবেন বলে ভাবছেন অভিনেতা।