ফের একসঙ্গে রণবীর সিং এবং অনিল কাপুর, নতুন কোনও ছবির পরিকল্পনা?

রণজিৎ দে |

Apr 01, 2021 | 3:38 PM

বেশ কয়েক বছর আগে পরিচালক জোয়া আখতারের ‘দিল ধড়কনে দো’-তে এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা।

ফের একসঙ্গে রণবীর সিং এবং অনিল কাপুর, নতুন কোনও ছবির পরিকল্পনা?
রণবীর-অনিল

Follow Us

অনিল কাপুরের বয়স বাড়ে না। আর রণবীর সিং শান্ত থাকতে পারেন না। এই দুই অভিনেতা ফের একসঙ্গে। বেশ কয়েক বছর আগে পরিচালক জোয়া আখতারের ‘দিল ধড়কনে দো’-তে এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন দর্শক দারুণ উপভোগ করেছিল।অনেক বছর পর আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা। ক্যামেরার পেছনে কাজের ফাঁকের ছবি রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। কোনও নতুন ছবিতে দুজনে আবার একসঙ্গে কাজ করছেন কি?

রণবীর সিং এবং অনিল কাপুর ফের জুটি বেঁধেছেন ঠিকই, কিন্তু তা কোনও ছবির জন্য কি না তা স্পষ্ট করেননি দু’জন অভিনেতার কেউই। তবে কোনও এক প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করলেন। অনেক বছর পর অনিল কাপুরের মত সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে স্বাভাবিকভাবে খুশি রণবীর সিং। অনিল কাপুরের সঙ্গে ছবি পোস্ট করে আপ্লুত রণবীর লিখেছেন, “কীভাবে কৃতজ্ঞতা জানাব তা বুঝতে পারছি না। এটা আমার খুব গর্বের মুহূর্ত। বড় পর্দায় আমার অন্যতম আদর্শের সঙ্গে কাজ করতে পেরে আমার দারুণ লাগছে। অনিল স্যর, হিন্দি সিনেমার অন্যতম সূক্ষ্ম অভিনেতা। ওঁর মত বড় মাপের অভিনেতার সঙ্গে সম্পর্কটা আমি তারিয়ে তারিয়ে উপভোগ করি।”

আরও পড়ুন :দ্বিতীয় সন্তান আসার পর অবহেলিত হয়েছিল প্রথম সন্তান ভিয়ান? অকপট শিল্পা

রণবীর সিংয়ের ‘83’ মুক্তির অপেক্ষায়।কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। ওঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। কথা ছিল, ৩০ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে তাঁর ‘সূর্যবংশী’।এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু করোনা সংক্রমণ ফের হঠাৎ করে বেড়ে যাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।

Next Article