রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ এর শুটিং চলছিল। কিন্তু তার মাঝেই শুটিং থেকে ব্রেক নিলেন অভিনেতা রণবীর সিং। চেন্নাইয়ে এক ছোট ট্রিপে চলে গেলেন তিনি। কিন্তু কেন হঠাৎ করে চেন্নাইতে উড়ে গেলেন নায়ক?
আরও পড়ুন নিউইয়র্কে বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়ে অনুশোচনা শাহরুখ-কন্যা সুহানার, কেন?
সূত্রের খবর, “রণবীর ব্রেক নিয়ে ট্রিপে বেড়িয়ে পড়েছেন। চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির শুরু অবধি তাঁর ছুটির মেয়াদ। চেন্নাইতে রণবীর দক্ষিণী পরিচালক এস. শঙ্কর এবং তাঁর টিমের সঙ্গে নতুন প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়েছেন। তাঁরা রণবীরকে সেই প্রোজেক্টে মুখ্য চরিত্রে হিসেবে চাইছেন।”
নিজের কেরিয়ারগ্রাফে নতুন এক মাত্রা দিতে চান রণবীর সিং। এবং সে কারণেই প্যান-ইন্ডিয়া ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। তবে এখনও কোনও কিছুই বাস্তবায়িত হয়নি।
কিন্তু এখন রণবীর সিংয়ের পরিচালক শঙ্করের সঙ্গে এই আলাপ-আলোচনা এক ইতিবাচক পথ দেখাচ্ছে। অভিনেতা রাম চরণের সঙ্গে ইতিমধ্যে পরিচালক শঙ্কর প্যআন-ইন্ডিয়া এক ছবির ঘোষণা করেছেন। আশা করা যায়, কিছুদিনের মধ্যে রণবীরের নামও জুড়ে যেতে পারে শঙ্করের কোনও নতুন প্রোজেক্টের সঙ্গে। এও শোনা যাচ্ছিল, যে নতুন সে-ই প্রোজেক্টের স্ক্রিপ্টও ঠিক হয়ে গিয়েছিল, তবে তামিল ছবি ‘আন্নিয়ান’-এর সঙ্গে গল্পের মিল থাকায় তা বাতিল হয়েছে। তবে নতুন স্ক্রিপ্টও লক হয়ে গিয়েছে বলে খবর রয়েছে।
সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও যা শোনা যাচ্ছে তা হল, রামচরণের সঙ্গে নতুন প্রোজেক্টটি শুরু করা আগেই রণবীরের সঙ্গে কাজ শুরু করতে পারেন শঙ্কর।