
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার প্রেম ও বিয়ে নিয়ে গত কয়েক বছর ধরে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি খবর রটেছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। গত অক্টোবর মাসেই নাকি গোপনে তাঁদের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে। এই সব জল্পনার মাঝেই এবার নীরবতা ভাঙলেন খোদ ‘পুষ্পা’ অভিনেত্রী।
কী বললেন রশ্মিকা?
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সঞ্চালিকা প্রেমা যখন তাঁকে আগামী মাসে বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে প্রশ্ন করেন, রশ্মিকা হেসে উত্তর দেন, “গত চার বছর ধরেই তো এই গুঞ্জন চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বারবার করে চলেছেন এবং একই জিনিসের অপেক্ষা করছেন।”
বিয়ের দিনক্ষণ নিয়ে সরাসরি কিছু না বললেও রশ্মিকা যোগ করেন, “আসল সত্যিটা হল, যখন সময় আসবে এবং যখন বলা উচিত, তখন আমি নিজেই সব জানাব। বিষয়টি নিয়ে যখন কথা বলার প্রয়োজন হবে, আমরা অবশ্যই কথা বলব।”
নতুন বছরের শুরুতে বিজয় এবং রশ্মিকাকে ইতালির রোমে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। যদিও তাঁরা একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি, তবে একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি শেয়ার করায় নেটনাগরিকদের বুঝতে বাকি থাকেনি যে তাঁরা একসঙ্গেই ছিলেন। গুঞ্জন অনুযায়ী, গত অক্টোবর মাসেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা চার হাত এক করতে চলেছেন।
সূত্রের খবর, এই বিয়েতে বিনোদন জগতের তারকাদের খুব একটা দেখা যাবে না। শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আচার। বাগদানের মতো বিয়েটাকেও লাইমলাইট থেকে দূরে রাখতে চাইছেন এই তারকা দম্পতি।
রশ্মিকা ও বিজয় এর আগে ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো সুপারহিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। খুব শীঘ্রই পরিচালক রাহুল সংকীর্তায়নের নতুন প্রজেক্টে তাঁদের ফের পর্দায় দেখা যেতে পারে। বর্তমানে বিজয় তাঁর পরবর্তী ছবি ‘রাউডি জনার্দন’ নিয়ে ব্যস্ত, অন্যদিকে রশ্মিকার হাতে রয়েছে ‘ককটেল ২’ এবং ‘মাইসা’-র মতো বড় কাজ।