টালিগঞ্জের এই অভিনেতা চেক বই নিয়ে মাছ কিনতে যান বাজারে, কেন জানেন?

অনেকের কাছে এই ঘটনা আজব লাগলেও, নিয়মিত এমনটি করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রতন সরখেল। সিনেপর্দা বা টেলিপর্দায় অভিনেতা হিসেবে যিনি মন কেড়ে নেন, সেই অভিনেতাই মাছের বাজারে পা রাখেন চেক বই নিয়ে!

টালিগঞ্জের এই অভিনেতা চেক বই নিয়ে মাছ কিনতে যান বাজারে, কেন জানেন?

|

Jul 09, 2025 | 8:41 PM

দেখুন কাণ্ড, চেক বই নিয়ে মাছের বাজারে! হ্য়াঁ, অনেকের কাছে এই ঘটনা আজব লাগলেও, নিয়মিত এমনটি করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রতন সরখেল। সিনেপর্দা বা টেলিপর্দায় অভিনেতা হিসেবে যিনি মন কেড়ে নেন, সেই অভিনেতাই মাছের বাজারে পা রাখেন চেক বই নিয়ে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক বছর আগে দাদাগিরি রিয়ালিটি শোয়ে এসেছিলেন অভিনেতা রতন সরখেল। সেখানে এসেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে ফাঁস করলেন এই গোপন তথ্য। ঠিক কী কারণে তিনি চেক বই নিয়ে মাছের বাজারে যান তা নিজেই খোলসা করলেন অভিনেতা।

অভিনেতা জানান, তিনি একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন। এখনও তাঁরা একসঙ্গে থাকেন। একসঙ্গেই খাওয়া-দাওয়া। বাইশ থেকে চব্বিশজন তাঁদের বাড়ির সদস্য। স্বাভাবিকভাবে রোজকার বাজার হয় সেটা মাথায় রেখেই। অভিনেতা রতন জানান, তিনি মাছ আর আম কিনতে পছন্দ করেন সবচেয়ে বেশি। তাই ইলিশ মাছ বা অন্যান্য মাছ কিনতে গেলে, যেহেতু টাকার অঙ্কটা বেড়ে যায়, সেহেতু নগদ রাখা সম্ভব হয় না। সেই কারণেই চেক বই সঙ্গে রাখেন অভিনেতা। রতন সরখেল জানালেন, একবার ইলিশ কিনে ৬ হাজার টাকার বিল হওয়ায় মাছ বিক্রেতাকে চেক ধরিয়ে ছিলেন। আর সেই গল্পই রটে যায় টলিপাড়ায়।