হনিমুনেও সঙ্গী ছেলে, রাতুল-রূপাঞ্জনা গেলেন কোথায় জানেন?

May 20, 2024 | 9:25 PM

Tollywood Gossip: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে-করতেই আলাপ রূপাঞ্জনা-রাতুলের। সিরিয়ালে অভিনয় করতেন রাতুল। রূপাঞ্জনার সঙ্গে সেখান থেকেই আলাপ। বন্ধুত্ব। প্রেম। রাতুলের মধ্যে পরিচালক সত্ত্বাকে উজ্জ্বীবিত করেছিলেন রূপাঞ্জনাই। বর্তমানে রাতুল পুরোদস্তুর পরিচালনাতেই মন দিয়েছেন।

হনিমুনেও সঙ্গী ছেলে, রাতুল-রূপাঞ্জনা গেলেন কোথায় জানেন?
রাতুল-রূপাঞ্জনা গেলেন কোথায় জানেন?

Follow Us

 

লিভ ইন সম্পর্ক হোক অথবা বিয়ে — ছেলেকে কাছছাড়া করতে একেবারেই রাজি নন রূপাঞ্জনা মিত্র। সম্প্রতি রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছেন রূপাঞ্জনা। আর সেখানেও তাঁর সঙ্গী তাঁর প্রথম পক্ষের ছেলে রিয়ান। কোথায় গিয়েছেন নবদম্পতি জানেন? বিশেষ মুহূর্ত উপভোগ করার জন্য তাঁরা বেছে নিয়েছেন ভূস্বর্গকেই। আপাতত কিছু দিনের জন্য ডেস্টিনেশন কাশ্মীর। ডাললেকের মধ্যে শিকারায় চেপে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাতুল নিজেই। সেখানে বাবা-মায়ের মাঝে উজ্জ্বল উপস্থিতি রিয়ানের। দু’জনেই ব্যস্ত। এই ব্যস্ত সময় থেকেই খানিক ব্রেক– এই বা মন্দ কী?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে-করতেই আলাপ রূপাঞ্জনা-রাতুলের। সিরিয়ালে অভিনয় করতেন রাতুল। রূপাঞ্জনার সঙ্গে সেখান থেকেই আলাপ। বন্ধুত্ব। প্রেম। রাতুলের মধ্যে পরিচালক সত্ত্বাকে উজ্জ্বীবিত করেছিলেন রূপাঞ্জনাই। বর্তমানে রাতুল পুরোদস্তুর পরিচালনাতেই মন দিয়েছেন। ‘পালক’, ‘ইকিরমিকির’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি।

রূপাঞ্জনার পুত্র রিয়ানের সঙ্গে দারুণ ভাব রাতুলের। তাকে ‘চ্যাম্পস’ বলে ডাকেন রাতুল। তাঁদের সম্পর্কের কথা প্রথম TV9 বাংলাই জানিয়েছিলেন। তখনই রাতুল বলেছিলেন, “খুবই মিষ্টি ছেলে রিয়ান। আমার সঙ্গে ভিডিয়ো গেমস খেলে ও। আমার সঙ্গে প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ওঁর। আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই। কিন্তু মানসিক সম্পর্ক রয়েছে।” যত দিন গিয়েছে ততই জোরালো হয়েছে সেই সম্পর্ক। সেই প্রতিফলনই যেন এই সব ছবি।

Next Article