কেউ কেউ আছে যারা অভিনেতাদের তাদের সুরে নাচায়: রবিনা

শুভঙ্কর চক্রবর্তী |

May 03, 2021 | 9:30 PM

২০১৭ সালে রিলিজ হওয়া ছবি ‘শব’ এবং ‘মাতর’-এ রবিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল। রবিনা ‘কেজিএফ-২’-তে পর্দায় ফিরে আসবেন বড় পর্দায়।

কেউ কেউ আছে যারা অভিনেতাদের তাদের সুরে নাচায়: রবিনা
রবিনা ট্যান্ডন

Follow Us

বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন ফিল্ম জগতের ‘নেগেটিভ মানুষ’দের নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই সব ‘নেগেটিভ মানুষ’দের নিয়ে বলেন অভিনত্রী।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের সময়ে তিনি বলেন কিছু প্রযোজক আছেন যাঁরা অভিনেতাদের ‘তাদের সুরে নাচ’ করান।

আরও পড়ুন কোভিডের কঠিন পরিস্থিতিতে সুস্মিতা সেনের পোস্টে অনুপ্রেরণার বার্তা

 

সাক্ষাৎকারে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার পরিধি দেখে তা আমার পছন্দের। আমি মনে করি এটি একদিকে যেমন বর স্বরূপ তেমন কখনও কখনও এর নেতিবাচক দিকও রয়েছে, যেমন এই ট্রোলিং। তবে আমরা মনে হয় একজন অভিনেতা এ সব অনেক আগে থেকে দেখে এসেছেন। আমারা বিভিন্ন প্রযোজনা সংস্থায় এটা দেখেছি। প্রকৃত অর্থে কিছু নেতিবাচক লোকজন রয়েছে, তাদের মধ্যে কয়েকজন প্রযোজকও আছেন এবং অভিনেতাদের তারা তাদের সুরে নাচাতে থাকেন। যদিও এ জাতীয় লোকেরা এখনও আশেপাশে থাকে, আমি তাদের থেকে দূরে থাকি এবং এখনও তা-ই করে যাচ্ছি।“

 

ট্রোলিং প্রসঙ্গে রবিনা বলেন, “আমি ট্রোলে পাত্তা দিই না। আমি এগুলো শুধু আমার জীবন থেকে দূরে সরিয়ে রেখেছি I আমি মনে করি যে এটিই সবচেয়ে ভাল কাজ। ইতিবাচক লোকদের আশেপাশে থাকা উচিত যাঁদের আপনার জন্যে ভাল ধারণা এবং ভাল চিন্তা করেন এবং নিজেরাও ভাল মানুষ।”

২০১৭ সালে রিলিজ হওয়া ছবি ‘শব’ এবং ‘মাতর’-এ রবিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল। রবিনা ‘কেজিএফ-২’-তে পর্দায় ফিরে আসবেন বড় পর্দায়।

 

Next Article