মাত্র ৪৯ বছর বয়সে দিদিমা হলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ভাবতে পারছেন? তাঁর চেহারা দেখে কেউ বলবে না তিনি কারও দিদা। কিন্তু এটাই বাস্তব। রবিনার এক কন্যার বয়স ৪০, এক কন্যার ৩৭। দু’জনেরই বিয়ে হয়ে গিয়েছে এবং দু’জনেই সন্তানের জননী। তাহলে কত বছর বয়সে মা হয়েছিলেন রবিনা, জানলে অবাক হবেন।
রবিনের বয়স তখন মোটে ২১ বছর। সেই সময় দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় অবিবাহিত মহিলাদের দত্তক নেওয়া সহজ বিষয় ছিল না। কিন্তু রবিনা তা করতে পেরেছিলেন তাঁর বাবা-মায়ের সাহায্যে। রবিনার এক তুতো দিদির দুই কন্যা সন্তান ছায়া এবং পূজা। অর্থের অভাবে কন্যাদের ঠিক মতো মানুষ করতে পারছিলেন না ছায়া-পূজার আসল মা। সেই সময় এগিয়ে আসেন রবিনা এবং তাঁর পরিবার। দুই কন্যাকে দত্তক নেন অভিনেত্রী।
তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালই রোজগার ছিল রবিনা। তাঁর কিছু ছবি বক্স অফিসে অনেক রোজগার করেছিল। রবিনের হাতে ছিল কাজও। নিজের তো বটেই, অন্যের দায়িত্ব নেওয়ার মতোও অবস্থাতে ছিলেন তিনি। সবচেয়ে বড় কথা, রবিনা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই অভিনেত্রী, যিনি সকলের আগে দত্তক নিয়েছিলেন। মিস ইউনিভার্স সুস্মিতা সেনেরও আগে। তাঁর দুই দত্ত সন্তান ছায়া এবং পূজা বিয়ে করে সুখে সংসার করছেন এখন। তাঁদের সুপাত্রের সঙ্গে বিয়ে দিয়েছেন রবিনাই। তাঁদের সন্তানও হয়েছে। যে কারণে রবিনা এখন দিদিমা।