‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের সঞ্চালক পরিবর্তন নিয়ে কী বললেন পরিচালক অভিজিৎ সেন?

যে ভাবে শোয়ের রেটিং কমছে সেখান থেকে অনেকেই ধারনা করছে যে হয়তো ডান্স বাংলা ডান্স এর অ্যাঙ্কার পরিবর্তন হতে পারে। এই বিষয়ে এই শোয়ের পরিচালক অভিজিৎ সেনকে যোগাযোগ করলে, তিনি স্পষ্ট জানিয়েছেন, যে তাঁরা অ্যাঙ্কার পরিবর্তনের কথা একদমই ভাবছেন না।

ডান্স বাংলা ডান্স শোয়ের সঞ্চালক পরিবর্তন নিয়ে কী বললেন পরিচালক অভিজিৎ সেন?

| Edited By: আকাশ মিশ্র

May 09, 2025 | 3:17 PM

ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের রেটিং সেই ভাবে দেখা যাচ্ছে না। আর সেই কারণেই সোশাল মিডিয়ায় সমালোচিত হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স ‘। নেটিজেনদের অনেকেই লিখছেন, এই রিয়ালেটি শোয়ের অ্যাঙ্কার পরিবর্তন হলেই সমস্যা মিটতে পারে। এই শোয়ের আগের সিজনগুলোতে সঞ্চালক হিসেবে পাওয়া গিয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। বহুদিন পর আবার যিশু সেনগুপ্ত ফিরেছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজনে। প্রসঙ্গত যিশু নিজেও অ্যাঙ্কার ছিল এই শোয়ের। তাই নেটিজেনদের দাবি অঙ্কুশ বা যিশু সেনগুপ্ত অ্যাঙ্কার হলে শো অন্য মাত্রায় যেতে পারে। যে ভাবে শোয়ের রেটিং কমছে সেখান থেকে অনেকেই ধারনা করছে যে হয়তো ডান্স বাংলা ডান্স এর অ্যাঙ্কার পরিবর্তন হতে পারে। এই বিষয়ে এই শোয়ের পরিচালক অভিজিৎ সেনকে যোগাযোগ করলে, তিনি স্পষ্ট জানিয়েছেন, যে তাঁরা অ্যাঙ্কার পরিবর্তনের কথা একদমই ভাবছেন না। এখনও বাচ্চাদের দিয়েই অ্যাঙ্কারিং যেমন চলছে তেমনই চলবে।

অর্থাৎ ছোটরাই এই গুরুদায়িত্বের ভার বহন করবে। এই সিজনে বিচারকের আসনে রয়েছেন অঙ্কুশ হাজরা, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও নতুন সংযোজন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। দর্শকদের অনেকেই সোশাল মিডিয়ায় লিখেছেন, যিশুর সঙ্গে বা শুভশ্রী ও কৌশানির সঙ্গে খুনসুটি করছে অঙ্কুশ, তবে অ্যাঙ্কারের দায়িত্ব নিয়ে এই কাজটা করলে হয়তো ভাল হত। যদিও পরিচালক অভিজিৎ সেন জানিয়েছেন, তিনি এখনও খুদেদের উপরেই ভরসা রাখছেন। আগামী কয়েকটি পর্বে দেখা যাবে খুদেদের সামলে ডিবিডি শো কতটা নিজের রেটিং যুদ্ধে এগিয়ে থাকতে পারে!