
জন্মদিন তো কী হয়েছে! কাছের বন্ধুর রিসেপশন বলে কথা। নীল-তৃণা কে শুভেচ্ছা জানাতে হাজির অঙ্কুশ-ঐন্দ্রিলা।

রিসেপশনের ঝলমলে রাতে নবদম্পতি

ছোট ছেলের রিসেপশন বলে কথা আসতে তো হবেই। নীল, শঙ্কর চক্রবর্তী অনস্ক্রিন বাবা ও ছেলে। আশীর্বাদ দিতে রিসেপশনে উপস্থিত হয়ে ছিলেন শঙ্কর

রিসেপশনে খোসমেজাজে গুরুমা ওরফে শর্বরী মুখোপাধ্যায় ও আদিত্য ওরফে রাজীব

রিসেপশনের অনুষ্ঠান বলে কথা গ্রুফি তো বনতা হ্যায়

হাসিমুখে নীল-তৃণার সঙ্গে পোজ দিলেন ইশা সাহা

রিসেপশনে ফ্রেমবন্দী টিম কৃষ্ণকলি