কলকাতায় লুকিয়ে এই নায়ককে বিয়ে রেখার! জানতে পেরে চটি দিয়ে পেটান শাশুড়ি

Rekha: রেখা-- বলিউডের বিতর্কিত নাম তিনি। তিনি যেন সেই পরশপাথর। যার খোঁজে যুগের পর যুগ উদ্বেলিত হয়েছে পুরুষ হৃদয়। তাঁকে নিয়ে আলোচনারও অন্ত নেই। এ হেন রেখা নাকি কলকাতায় এসে লুকিয়ে বিয়ে করেছিলেন এক জনপ্রিয় নায়ককে।

কলকাতায় লুকিয়ে এই নায়ককে বিয়ে রেখার! জানতে পেরে চটি দিয়ে পেটান শাশুড়ি
Follow Us:
| Updated on: Aug 31, 2024 | 9:01 PM

রেখা– বলিউডের বিতর্কিত নাম তিনি। তিনি যেন সেই পরশপাথর। যার খোঁজে যুগের পর যুগ উদ্বেলিত হয়েছে পুরুষ হৃদয়। তাঁকে নিয়ে আলোচনারও অন্ত নেই। এ হেন রেখা নাকি কলকাতায় এসে লুকিয়ে বিয়ে করেছিলেন এক জনপ্রিয় নায়ককে। অন্তত ইয়াসির উসমানের লেখা তাঁর আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’তে লেখা আছে এমনটাই। সেই বইয়ে দাবি, যে রাতে কলকাতায় বিয়ে করে রেখাকে নিয়ে তাঁর বাড়িতে ওঠেন সেই নায়ক, সেই রাতেই নায়কের মা শুরু করেন অকথ্য অত্যাচার। নোংরা কথা থেকে শুরু করে, গালিগালাজ– পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় পৌঁছে যায় যে একপর্যায়ে রেখাকে চটি দিয়ে মারার উপক্রম করেন তিনি। প্রশ্ন হল কে সেই নায়ক? আর কী কী হয়েছিল সেই রাতে? রেখাই বা কী করেছিলেন মার খাওয়ার পর?

সেই নায়ক আর কেউ নন, ৭০-এর জনপ্রিয় হিরো বিনোদ মেহরা। শোনা যায় জিতেন্দ্রর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর বিনোদের সঙ্গেই সম্পর্কে জড়ান রেখা। তুমুল প্রেম ছিল তাঁদের। ঠিক ছিল বিয়েও করবেন। রেখাও বিনোদকে চাইতেন মন থেকেই। কিন্তু সে সময় রেখার কাঁধে বদনামের বোঝা। ‘খারাপ মেয়ে’র তকমা জুটেছে। জুটেছে সেক্স ম্যানিয়াকের তকমাও। বিনোদের মা চাইতেন না ছেলে বিয়ে করুক রেখাকে। কিন্তু প্রেম কবেই বা সে সব হিসেব মেনে চলেছে বলুন তো?

বিনোদকে ভালবেসে বিন-বিন বলে ডাকতেন রেখা। এক পুরনো সাক্ষাৎকারে রেখা বিনোদের পরিবার সম্পর্কে বলেন, “ওর মায়ের কাছে আমি অভিনেত্রী নই বদনাম হয়ে যাওয়া অভিনেত্রী। উনি পরে করেন আমার এক পচে যাওয়া অতীত রয়েছে। বিনোদের জন্য আগে পছন্দ করতেন। এখন আর করেন না।” সে যাই হোক, বই অনুযায়ী, ১৯৭৩ সালে তাঁরা বিয়ে করেন কলকাতায়। বিয়ে করেই রেখাকে নিয়ে নিজের বাড়িতে যান বিনোদ। তারপরেই শুরু হয়েই সেই ঘটনা। প্রত্যক্ষদর্শীর কথায়, “রেখা সবে শাশুড়ির মায়ের পা ছোঁয়ার জন্য এগিয়েছে বিনোদের মা কমলা মারাত্মক রেগে যান। রেখাকে যা নয় তাই বলে অপমান করতে থাকেন। বিনোদ চেষ্টা করেন মাকে বোঝাতে। কিন্তু ব্যর্থ হন তিনি। হঠাৎই পা থেকে চটি খুলে রেখাকে মারতে যান কমলা। লোক জমতে থাকে। রেখা ভয়ে কাঁপতে শুরু করে। দৌড়ে চলে যায় লিফটের কাছে। বিনোদ অনুরোধ করে বাড়িতে আসতে। কিন্তু মা যে নাছোড়বান্দা।” না, একসঙ্গে আর সংসার করা হয়নি তাঁদের। পরবর্তীতে সিমি গারেওয়াল বিনোদকে নিয়ে প্রশ্ন করেছিলেন রেখাকে, প্রশ্ন করেছিলেন বিয়ে নিয়েও। রেখা যদিও অতীত ঘেঁটে উত্তর দিতে চাননি।