
দোলের মরসুমের ভাইরাল ছোট্ট একটি ক্লিপ। হলুদ কাঞ্জিভরমে গান গাইছেন রেখা। যে গান ৩০ বছর আগে গেয়েছিলেন স্বয়ং বিগ-বি। যে গান ছাড়া জমে না হোলির আসর।
হারমোনিয়াম নিয়ে, বাবু হয়ে গান ধরেছেন এভারগ্রীন রেখা। তাঁর গলায় ‘রঙ বরসে’। পাশে বসা সঞ্চালক কপিল শর্মা থেকে নভজিৎ সিং সিধু উচ্ছ্বসিত। ভিডিয়োতে শোনা যাচ্ছে রেখা বলছেন, “কাল খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বেরবে রেখা আর অভিনেত্রী নন, তিনি উঠতি গায়িকা।” লেজেন্ডারি অভিনেত্রীর গলায় ‘বিনয়’ ঝরে পড়লেও রেখার গানের স্কিল দেখে মুগ্ধ নেটিজেনরা। ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। ভিডিয়োটি সম্ভবত ২০১৯-এর।
গানটি অমিতাভ বচ্চন এবং রেখা অভিনীত ‘সিলসিলা’ ছবির গান। গানটি গেয়েছিলেন অমিতাভ নিজেই। সেই গান এখন আইকনিক। রেখার গলায় ‘রঙ বরসে জুড়েছে এক অন্য মাত্রা। আপনি শুনেছেন সেই গান?
Legend #Rekha singing #RangBarse !
Thanks for giving these moments @KapilSharmaK9
Happy Holi❤️ pic.twitter.com/sA3iKeOVjF— Sayema (@_sayema) March 29, 2021