অমিতাভকে খোলা চিঠি? ‘আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচছি’, যন্ত্রণায় জর্জরিত রেখা

Jan 20, 2025 | 1:52 PM

Controversy: এমনই নানা প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউডের অন্দরমহলে। অমিতাভ রেখাকে নিয়ে কেবল নানা জল্পনাই নয়, সঙ্গে বহু গল্পও ছড়িয়ে রয়েছে সিনেপাড়ার অলিতে-গলিতে। 

অমিতাভকে খোলা চিঠি? আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচছি, যন্ত্রণায় জর্জরিত রেখা

Follow Us

রেখা-অমিতাভ বচ্চন, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে গত চার দশক ধরে চর্চা বর্তমান। আজও তাঁদের নিয়ে স্বপ্ন দেখেন দর্শকেরা। শেষ বারের মতোও কি একবার তাঁরা একসঙ্গে পর্দায় ফিরবেন না! সত্যি কি অমিতাভ বচ্চনের সঙ্গে সুখে রয়েছেন জয়া! সত্যি কি গোপনে বাড়তে থাকা প্রেমের জন্যে আজও রেখা যন্ত্রণায়! এমনই নানা প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউডের অন্দরমহলে। অমিতাভ রেখাকে নিয়ে কেবল নানা জল্পনাই নয়, সঙ্গে বহু গল্পও ছড়িয়ে রয়েছে সিনেপাড়ার অলিতে-গলিতে।

শুধু কানাঘুষো খবরই নয়, বরং রেখা নিজেও একটা বয়স পেড়িয়ে এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। নানা অনুষ্ঠানে অমিতাভকে ইঙ্গিতে মনের কথা জানিয়ে বসেন তিনি। ভাল নেই রেখা, মনের মানুষকে কাছে না পাওয়ার আক্ষেপ-যন্ত্রণা বর্তমান। নাম না করে এক সাক্ষাৎকারে এই নিয়ে সরব হয়েছিলেন তিনি।

একটি কবিতার উল্লেখ করে বলেছিলেন, “হতে পারে আমার প্রতি তাঁর প্রেম নেই, হতে পারে ছিল, হতে পারে কখনও হয়তো ছিল না, থাকবে না… কারণটা খুব স্বাভাবিকভাবেই সকলে জানেন। আমার জীবনের গল্প। তবে আমার মাথায় যে তোমার ঘিরে প্রেম ভরে-ভরে রয়েছে, প্রতিদিন আমি দ্বগ্ধে-দ্বগ্ধে বাঁচি, তার কী হবে? সেটাকে অন্তত সম্মান দাও।”

রেখা অমিতাভের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই নেটপাড়ায় জলঘোলা। কখনও তাঁদের পর্দার রসায়ন, কখনও আবার পর্দার পিছনের সম্পর্ক, সবটাই যেন রাতারাতি দর্শকদের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। যদিও বচ্চন এই বিষয় থেকে খুব সতর্কভাবেই সরে দাঁড়িয়েছিলেন একটা নির্দিষ্ট সময়ের পর, তা একপ্রকার স্পষ্ট।

Next Article