মা অর্থাৎ সুস্মিতা সেনের পথ অনুসরণ করে বলিউডে (bollywood) নিজের পেশাদার কেরিয়ার শুরু করে দিয়েছেন রেনে সেন (Renee Sen)। বলি স্টার কিডদের মধ্যে রেনে প্রথম সারির। তাঁর উপর লাইমলাইট সব সময়ই থাকে। আপাতত ‘তারে জামিন পর’ খ্যাত অভিনেতা দর্শিল সাফারির (Darsheel Safary) সঙ্গে একটি কাজ করছেন রেনে। সদ্য সোশ্যাল মিডিয়ায় সহ অভিনেতার তুমুল প্রশংসা করলেন তিনি।
দর্শিলের সঙ্গে নিজের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রেনে। শুধু সহকর্মী নয়, দর্শিল নাকি তাঁর অসাধারণ বন্ধু। একসঙ্গে কাজ করতে গিয়ে দর্শিলের থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছেন সুস্মিতা কন্যা। তা নাকি তাঁকে অভিনেত্রী হিসেবে আরও সমৃদ্ধ করছে।
আরও পড়ুন, হঠাৎ করে নয়, আমার পতন হতেও সময় লাগবে: শাহরুখ খান
রেনে লিখেছেন, ‘দর্শিল, তোমার আর আমার হয়তো অনেক ছবি নেই। কিন্তু যে সব স্মৃতি আমাদের তৈরি হয়েছে, তা ভোলার নয়। শুটিং এবং ওয়ার্কশপে প্রচুর মুহূর্ত তৈরি হয়েছে আমাদের, যা স্মৃতিতে থেকে যাবে। … অসাধারণ বন্ধু তুমি। আমি এত তাড়াতাড়ি তোমার সঙ্গে কাজ করতে পেরেছি, তার ফলে অভিনেতা এবং মানুষ হিসেবে আমি অনেক সমৃদ্ধ হব। অনেক মজা এবং পাগলামি এখনও বাকি… আমাদের হ্যান্ডশেকটা মিস করছি এখনই।’
বলি সূত্রে খবর, ‘ড্রামায়ামা’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন রেনে এবং দর্শিল। তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সুচিত্রা পিল্লাইয়ের মতো শিল্পী। কবীর খুরানা রয়েছেন এই ছবি পরিচালনার দায়িত্বে। যদিও রেনে বা দর্শিল, কেউই এখনও পর্যন্ত কোন ছবিতে কাজ করছেন, তা প্রকাশ্যে জানাননি।
আরও পড়ুন, সত্যিই কি মিজানের সঙ্গে প্রেম করছেন নভ্যা?