করোনা আক্রান্ত রেজওয়ান, বাড়ি থেকেই করেছেন শুট

Apr 17, 2021 | 7:01 PM

টিভিনাইন বাংলাকে অভিনেতা জানিয়েছেন এই মুহূর্তে তাঁর জ্বর না থাকলেও দুর্বল তিনি। নাক বন্ধ। তাই শ্বাস নিতেও অল্প সমস্যা হচ্ছে। গা-হাত পায়েও ব্যথা রয়েছে।

করোনা আক্রান্ত রেজওয়ান, বাড়ি থেকেই করেছেন শুট
রেজওয়ান রব্বানি শেখ।

Follow Us

জ্বরে ভুগছিলেন বেশ কয়েক দিন ধরেই। করোনা পরীক্ষা করাতেই রিপোর্ট এল পজেটিভ। অগত্যা বেশ কিছু দিন বাড়িতেই থাকতে হবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ। তবে বাড়িতে থেকেও শুট চালিয়ে যাচ্ছেন অভিনেতা, জানালেন নিজেই।

টিভিনাইন বাংলাকে অভিনেতা জানিয়েছেন এই মুহূর্তে তাঁর জ্বর না থাকলেও দুর্বল তিনি। নাক বন্ধ। তাই শ্বাস নিতেও অল্প সমস্যা হচ্ছে। গা-হাত পায়েও ব্যথা রয়েছে। অভিনেতার কথায়, “গত সপ্তাহ থেকেই জ্বর জ্বর লাগছিল। গা-হাত পা ব্যথা ব্যথা করছিল। প্যারাসিটামল খাচ্ছিলাম। সেরে যাচ্ছিল। কিন্তু দিন কয়েক আগে তা এত বাড়াবাড়ি হয় যে পরীক্ষা করাই। আর তাতেই রিপোর্ট পজেটিভ আসে।”

আরও পড়ুন- করোনা মুক্ত হলেন শ্রুতি, শেয়ার করলেন কোভিড রিপোর্ট


শুধু রেজওয়ানই নন, আক্রান্ত তাঁর ভাই এবং বাবা-মাও। যদিও তাঁর ধারাবাহিক ‘সাঁঝের বাতি’র অন্যান্যরা করোনা আক্রান্ত নন বলেই জানালেন অভিনেতা। হঠাৎ করেই ফ্লোরে যাওয়া বন্ধ। অভিনেতাকে বাদ দিয়ে কীভাবে এগবে গল্পের ট্র্যাক? তিনি জানালেন, “দেখানো হচ্ছে আমি কলকাতায় নেই। বাড়ি থেকেই একটা শুট করে পাঠিয়েছিলাম। দেখানো হচ্ছে যে আমি ভিডিয়ো কলে কথা বলছি। কিছু করার নেই। হঠাৎ করেই যাওয়া বন্ধ করতে হয়েছে।” আপাতত আগামী বেশ কিছু দিন বাড়িতেই কাটবে তাঁর।

কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার আর এক শিল্পী অভিনেত্রী শ্রুতি দাস। বাড়িতেই আইসোলেশনে কাটিয়ে আপাতত কোভিড নেগেটিভ তিনি। আগামী সপ্তাহে কাজে যোগ দেবেও বলে জানিয়েছেন শ্রুতি। সারা দেশে করোনা দ্বিতীয় ওয়েভে জেরবার দেশবাসী। লাগামছাড়া আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে কলাকুশলী এবং শিল্পীদের একের পর এক করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে সিনেদুনিয়ার অন্দরেও।

Next Article