‘কাজের জন্য দরজায় দরজায় কড়া নাড়ছেন রিয়া’! গিয়েছিলেন হায়দরাবাদেও
ওই সূত্র থেকে আরও জানা যাচ্ছে এই মুহূর্তে কোনও পরিচালকই রিয়াকে তাঁদের প্রজেক্টে রিয়াকে নিতে আগ্রহ প্রকাশ করছেন না। তবু ক্ষতকে সঙ্গে নিয়ে নতুন ভাবে জীবন শুরু করার ইচ্ছায় তিনি।
দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নেটিজেনের মনে প্রশ্ন জেগেছিল কোথায় যাচ্ছেন তিনি? উত্তর মিলল অবশেষে। রিয়ার ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা যাচ্ছে কাজের খোঁজে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। তা হলে মুম্বই? সেখানে কি এখনও ‘ব্রাত্য’ তিনি? সূত্র বলছে, “গত বছর পর পর এত ঘটনা ঘটে গিয়েছে। রিয়া আবারও নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে। ইতিমধ্যেই কাজ খোঁজা শুরুও করে দিয়েছেন তিনি। প্রযোজক-পরিচালকদের দরজায় কড়া নাড়ছে… কিন্তু লাভ হচ্ছে না।”
ওই সূত্র থেকে আরও জানা যাচ্ছে এই মুহূর্তে কোনও পরিচালকই রিয়াকে তাঁদের প্রজেক্টে রিয়াকে নিতে আগ্রহ প্রকাশ করছেন না। তবু ক্ষতকে সঙ্গে নিয়ে নতুন ভাবে জীবন শুরু করার ইচ্ছায় তিনি। ওই সূত্র থেকেই জানা যাচ্ছে, মুম্বইয়ে সুরাহা না হওয়ার ফলেই প্রযোজক-পরিচালকদের সগ্নে দেখা করতে হায়দরবাদ গিয়েছিলেন রিয়া। যদিও সেখানে গিয়েও কোনও লাভ হয়েছে কিনা, তা জানা যায়নি। রিয়া ফিরে এসেছেন মুম্বইয়ে।
আরও পড়ুন-গুরুতর অসুস্থ অনামিকা সাহা, চলছে অক্সিজেন, ফুসফুসেও ছড়িয়েছে সংক্রমণ
View this post on Instagram
এ দিন হনুমান জয়ন্তীতে হনুমান চালীসার একটি ছবিও পোস্ট করেছেন রিয়া। এই কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি চেয়ে নিয়েছেন তাঁর কাছ থেকে। দিন কয়েক আগে আরও একটি পোস্টে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া লিখেছিলেন, ‘কঠিন সময় ঐক্যতার আহ্বান জানায়, আপনি যেভাবে পারেন সকলকে সাহায্য করুন…সাহায্য সাহায্যই হয় তা ছোট কিংবা বড়… আমি যদি কোনওভাবে সাহায্যে আসতে পারি তাহলে আমাকে ডিরেক্ট মেসেজ করুন..আমি সর্বোচ্চ চেষ্টা করব…নিজের খেয়াল রাখুন, সদয় হন… ভালবাসা এবং শক্তি রইল।”
গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন রিয়া। মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ থেকে শুরু করে ‘সুশান্তকে হত্যা’, ‘কালা জাদু প্রয়োগ’– ইত্যাদি নানা অভিযোগে জর্জরিত রিয়া ক্রমশ স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছেন। মিশতে শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও। যদিও তাঁর উঠতি কেরিয়ার কতটা উড়াল নেবে, তা সময়ই বলবে।