ভারতীয় ক্রিকেটার শুভমন গিলকে নিয়ে মাঝে মধ্যেই নানা খবর সোশ্যাল মিডিয়ায় নানা খবর সামনে উঠে আসতে দেখা যায়। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে উঁকি দেয় নয়া নয়া নাম। কখনও সারা তেন্ডুলকর, কখনও আবার সারা আলি খান। তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা জানতে যেন পরতে-পরতে উদগ্রীব হয়ে ওঠেন। কার সঙ্গে কোথায় যাচ্ছেন, ফোনের ওয়াল পেপারে কার ছবি, সব কিছুটা কড়া নজর রেখে চলেছেন ভক্তরা। সম্প্রতি সেই ক্রিকেটারের জীবনেই নাকি আবারও উঁকি দিয়েছে নয়া প্রেম। আর সেই নাম হল অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত। কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁদের গোপন ডেটিং-এর কথা। তবে এবার সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নাকি শুভমন গিলকে চেনেনই না। অনেকের ধারণা এটি হয়তো প্রচারের জন্য রটিয়ে দেওয়া খবর।
সেই প্রসঙ্গেও মুখ খুললেন ঋদ্ধিমা। বললেন, ”আমি এই বিষয় প্রতিক্রিয়া দেব কেন? যা সম্পর্কে আমি সত্যি কিছু জানি না। এই বিষয়কে গুরুত্ব দেওয়া, বা কথা বলাটা এক প্রকার বোকামো। আমি যদি সত্যি এই প্রচারটা চাইতাম, তবে আমি সেটা বিগ বসে থাকাকালিন করতাম। সহজেই আমি ওখানে থেকে যেতে পারতাম, আর একজনের নাম ব্যবহার করে প্রচারে থাকতে পারতাম। কিন্তু আমি তা করিনি।”
২০১৬ সালে প্রথম পর্দায় আসেন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর জার্নি। ঋদ্ধিমা জানান, তিনি আজ যে পর্যায় রয়েছেন, তা কেবল মাত্র তাঁর কঠোর পরিশ্রমের জন্য। তিনি কাজের জন্যই পরিচিতি পেতে চান।