Breaking: বিতর্কের জের, চাপের মুখে ধারাবাহিক থেকে বাদ ঋ, পরিবর্তে কে জানেন?

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে খবরের শিরোনামে এখন পরিচালক ভিক্টো। গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনও। তবে দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে চলে যান।

Breaking: বিতর্কের জের, চাপের মুখে ধারাবাহিক থেকে বাদ ঋ, পরিবর্তে কে জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 09, 2025 | 5:29 PM

রবিবার ঠাকুরপুকুর দুর্ঘটনা কাণ্ডে তোলপাড় গোটা কলকাতা। টলিউডের অন্দরমহলের সমীকরণ পাল্টাচ্ছে যেন রাতারাতি। ইন্ডাস্ট্রির বদনাম মেনে নিতে নারাজ একশ্রেণি। তাই রাগে ফুঁসছে টলিপাড়া। দোষীদের শাস্তির দাবিও উঠছে সোশ্যাল মিডিয়ায়। গাড়ির ধাক্কায় বলি এক, আহত আরও পাঁচ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে খবরের শিরোনামে এখন পরিচালক ভিক্টো। গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনও। তবে দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে চলে যান। দাবি করেন তিনি ট্রমাতে রয়েছেন। তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

এরপরই টলিপাড়ায় রোষের মুখে পড়তে হয় ঋতুপর্ণাকে। প্রশ্ন ওঠে, তাঁর দুর্ঘটনাস্থল থেকে চলে যাওয়া নিয়ে। কেউ-কেউ প্রশ্ন তোলেন কেন অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এমন অবস্থায় কেরিয়ারে বড় কোপ নায়িকার। যে ধারাবাহিকের সাফল্যে সেলিব্রেশন করতে রাটপার্টির আয়োজন হয়েছিল, সেই ধারাবাহিক থেকেই এবার বাদ পড়তে হল তাঁকে। সূত্রের খবর চাপের মুখে ঋতুপর্ণা সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে আনা হচ্ছে রিমঝিম মিত্রকে।

বুধবার একের পর এক খবর, প্রথমে শোনা যায় স্যান্ডি সাহাকে সরিয়ে দেওয়ার খবর, পরে ঋ। এক এক করে বাদ দিচ্ছে চ্যানেল। তবে ঋ-কে এই বিষয় জানতে ফোন করা হলে কোনও উত্তর মেলেনি। তবে টলিপাড়ার অন্দরের খবর, স্যোশাল মিডিয়ায় উপচে পড়া ক্ষোভের জেরেই নাকি চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে। যদিও স্যান্ডির দাবি তিনি ঘটনাস্থলেই ছিলেন না। তবুও বাদ পড়তে হয়েছে তাঁকে। রিমঝিম মিত্র বহুদিন ধরেই ছোট পর্দায় রাজত্ব করছেন। এখন দেখার নতুন চরিত্রে দর্শকের মন কতটা জয় করতে পারেন।