অপারেশনের পর ‘টুম্পা সোনা’-য় মাতলেন ঋতাভরী

গত অগাস্ট মাসে ‘পিরিয়েনাল অ্যাবসেস’ ধরা পড়ে ঋতাভরীর। অপারেশনও হয়। তখনকার মতো সুস্থ হলেও, চিকিৎসক জানিয়েছিলেন, এই সমস্যা পরে ফিশচুলার দিকে টার্ন নিতে পারে। পরবর্তীতে সেটাই হয়।

অপারেশনের পর ‘টুম্পা সোনা’-য় মাতলেন ঋতাভরী
ঋতাভরী চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 10:18 PM

সদ্য অপারেশন হয়েছে তাঁর। বাড়ি ফিরেছেন অভিনেত্রী (Actress) ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তার পরই ভাইরাল হওয়া গান ‘টুম্পা সোনা’-য় মাতলেন তিনি। না! এই গানের সঙ্গে নিজে নাচেননি ঋতাভরী। বরং যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেখানে তাঁর কোলে রয়েছে এক শিশু। তাকে নিয়েই টুম্পা সোনা গানে মাতলেন অভিনেত্রী।

ঋতাভরী ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের স্টার ইজানা টুম্পা-তে অবসেসড। মাসির সঙ্গে একটু আনন্দ…। কারণ মাসিকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে।’

গত অগাস্ট মাসে ‘পিরিয়েনাল অ্যাবসেস’ ধরা পড়ে ঋতাভরীর। অপারেশনও হয়। তখনকার মতো সুস্থ হলেও, চিকিৎসক জানিয়েছিলেন, এই সমস্যা পরে ফিশচুলার দিকে টার্ন নিতে পারে। পরবর্তীতে সেটাই হয়। সমস্যা বাড়ছিল। তবে সদ্য ফিশচুলা অপারেশনের পর এখন অনেকটাই ভাল আছেন ঋতাভরী।

মেয়ের অপারেশনের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের সেই খবর জানিয়েছিলেন ঋতাভরীর মা পেশায় পরিচালক শতরূপা সান্যাল। তিনি লেখেন, ‘ঋতাভরীর আজ একটি অস্ত্রোপচার হয়েছে । গত আগস্ট মাস থেকে ও খুব কষ্ট পাচ্ছিল এক ধরনের অর্শ্বতে। … ও ভাল আছে। তোমাদের ভালোবাসায় শুভেচ্ছায় ও দ্রুত সুস্থ হয়ে উঠবে, আমি জানি।’

আরও পড়ুন, নতুন করে শুরু করলেন নিখিল! কিন্তু কী শুরু করলেন?

ঋতাভরী এই পোস্টের শিশুটির পরিচয় স্পষ্ট করেননি। তবে শিশুর সান্নিধ্যে ভাইরাল ‘টুম্পা সোনা’-র সঙ্গে তাল মিলিয়ে তিনি যে আনন্দে রয়েছেন, তা স্পষ্ট। আপাতত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।