গত বছরের দোলের স্মৃতি শেয়ার করলেন ঋতাভরী চক্রবর্তী
করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে সব মহলে। সে কারণেই আগামিকাল হয়তো দোল খেলা হবে না। তাই পুরনো দিনের স্মৃতি শেয়ার করে মন ভাল রাখার চেষ্টা করলেন তিনি।
লাল রঙা কামিজ। কানের উপরে ফুল। গালে আবির দিচ্ছে এক খুদে। হাসিমুখে সেই আবির-আবদার গ্রহণ করছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী (Actress) ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। দোলের ঠিক আগের দিন সোশ্যাল মিডিয়ায় এমন ছবিই শেয়ার করলেন তিনি।
না! এ ছবি নতুন নয়। এক বছরের পুরনো। গত হছর ঠিক এভাবেই দোল খেলেছিলেন তিনি। সেই স্মৃতি শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত তিনি। আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ-এর ছাত্রছাত্রীদের সঙ্গে দোল সেলিব্রেট করেছিলেন তিনি। ছবির ক্যাপশনে ঋতাভরী লেখেন, ‘যখন মাস্কের কোনও বাধা ছিল না। গত বছর আমার বন্ধু এবং শিশুদের সঙ্গে হোলি।’
View this post on Instagram
গত এক বছর ধরে করোনা আতঙ্কের সঙ্গে লড়াই করছে গোটা পৃথিবী। এখনও সেই বিপদ থেকে মুক্ত হতে পারিনি আমরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে বিশ্ব, এমনটাই মত চিকিৎসক মহলের একটা বড় অংশের। ফলে করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে সব মহলে। সে কারণেই আগামিকাল হয়তো দোল খেলা হবে না। তাই পুরনো দিনের স্মৃতি শেয়ার করে মন ভাল রাখার চেষ্টা করলেন তিনি।
আরও পড়ুন, কবে আসছে ‘মিস ম্যাচ টু’? খবর দিলেন প্রজক্তা কোলি
গত অগাস্ট মাসে ‘পিরিয়েনাল অ্যাবসেস’ ধরা পড়ে ঋতাভরীর। অপারেশনও হয়। তখনকার মতো সুস্থ হলেও, চিকিৎসক জানিয়েছিলেন, এই সমস্যা পরে ফিশচুলার দিকে টার্ন নিতে পারে। পরবর্তীতে সেটাই হয়। সমস্যা বাড়ছিল। তবে সদ্য ফিশচুলা অপারেশনের পর এখন অনেকটাই ভাল আছেন ঋতাভরী।