ফের প্রযোজকের ভূমিকায় রিতেশ দেশমুখ

আবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে রিতেশ দেশমুখকে। তবে এবার তিনি শুধু প্রযোজনাই করবেন না, নিজে অভিনয়ও করবেন। শোনা যাচ্ছে একটি কমেডি ছবি প্রযোজনা করার কথা ভেবেছেন তিনি।

ফের প্রযোজকের ভূমিকায় রিতেশ দেশমুখ
ঋতেশ দেশমুখ
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 7:16 PM

আবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে রিতেশ দেশমুখকে। তবে এবার তিনি শুধু প্রযোজনাই করবেন না, নিজে অভিনয়ও করবেন। শোনা যাচ্ছে একটি কমেডি ছবি প্রযোজনা করার কথা ভেবেছেন তিনি।

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর, রিতেশ এবং তাঁর টিম ছবির প্রিপ্রোডাকশনের কাজ শুরু করেছেন। তবে ছবিটি পরিচালনা কে করবেন তা এখনও জানা যায়নি। স্ক্রিপ্ট লেখার কাজ সবেই শেষ হয়েছে। আদ্যন্ত কমেডি একটি ছবি। মূল চরিত্রে অভিনয় করবেন রিতেশ নিজে। স্বাভাবিকভাবেই কৌতূহল জমাট বাঁধছে রিতেশের বিপরীতে কে? শোনা যাচ্ছে তামান্না ভাটিয়া থাকছেন রিতেশের বিপরীতে। সূত্র থেকে পাওয়া খবর, তামান্নার স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। তবে এখনও কোনও চুক্তিপত্রে তিনি সই করেননি। রিতেশ এবং তামান্না আগেও ‘হামশকল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ২০১৪ তে। সাত বছর পর আবার হয়ত একসঙ্গে কাজ করবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।

tamannahbhatia

তামান্না ভাটিয়া

রিতেশ দেশমুখকে শেষ দেখা গিয়েছে ‘বাগি ৩’তে। টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর ছিলেন সেই ছবিতে। এই বছরে দুটো ছবি রিতেশের পাইপ লাইনে আছে। ‘নাগরাজ মনজুলে’ এবং ‘হাউসফুল ৫’। ছত্রপতি শিবাজীর বায়োপিক নিয়ে তৈরি হচ্ছে ‘নাগরাজ মনজুলে’।

আরও পড়ুন:অভিনেতা অক্ষয় এখন ফোটোগ্রাফার! শুটিং সেটে তুলে দিলেন অভিনেত্রীর ছবি

রিতেশ দেশমুখ এর আগে ‘ইয়ালো’, ‘বালক ফলক’, ‘মৌলি’র মত বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন। শোনা যাচ্ছে নতুন ছবিতে স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজনায় যুক্ত থাকবেন।