TV9 বাংলা ডিজিটাল: তাপমাত্রার পারদ নামছে চড়চড় করে। শহরে শীতও পড়তে চলেছে জাঁকিয়ে। এই শীতের মরসুমেও হট অ্যান্ড হ্যাপেনিং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রমাণ তাঁর ইনস্টাগ্রাম।
তাঁর সদ্য প্রকাশিত ইনস্টা পোস্টে বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী। পোস্টে দেখা যাচ্ছে, দুধ সাদা চাদরে নিজেকে মুড়েছেন অভিনেত্রী। স্মোকি আই, নুড লিপস্টিক, খোলা চুলে তিনি অনন্য। সাদা শার্টের ভিতরে উঁকি দিচ্ছে অন্তর্বাস। ক্যামেরায় চোখে চোখ রাখা তাঁর চাহনি যেন মোহময়ী।
ছবির ক্যাপশনেও অভিনবত্বের ছোঁয়া। তিনি লিখেছেন, “শুক্রবারকে উষ্ণতায় মেখে রাখুন।” ছবির কমেন্ট বক্সেও প্রশংসার ঝড়। একজন অনুরাগী লিখেছেন, “ঋতু তুমি ভীষণ সুন্দর”। আর একজনের বক্তব্য, “এত হট কীভাবে”। তবে ট্রোলিংও পিছু ছাড়েনি। উড়ে এসেছে নোংরা মন্তব্যও। তাতে অবশ্য থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনি বাঁচেন নিজের শর্তেই।