
সিরিয়াল থেকে এখন ছুটি অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। বেশ কিছু মাস আগেই শেষ হয়েছে ‘বঁধুয়া ‘ ধারাবাহিক। এখন তিনি অনেকটাই মনোনিবেশ করেছেন সিনেমা , সিরিজ ও সর্ট ফিল্মে। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেতা পরিচালক রিজওয়ান রব্বানি শেখের সর্ট ফিল্ম ‘কালিকথা কলকাতা’ দেখানো হয়েছিল। এবার সামনে এল রিজওয়ান রব্বানি শেখ এর অভিনীত বড় পর্দার ছবি ‘মৃগয়া’। পরিচালক অভিরূপ ঘোষ পরিচালিত এই ছবির টিজার সামনে আসতেই চোখে পড়ল রিজওয়ানের লুক। এই বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ” এই প্রথম গোঁফ রয়েছে আমার লুকে। এই ছবিতে আমার চরিত্রের নাম ইমরান। একজন পুলিশ অফিসার। আসলে আমার লুক টেস্ট এর সময় আমাকে নাকি বাচ্চা দেখাচ্ছেন চরিত্রের থেকে। প্রথমেই বলে রাখি আমার নয় পরিচালকদের মনে হয়েছিল। তখন ঠিক হয় দাড়ি ব্যবহার করা হবে, তবে পুলিশের দাড়ি থাকেনা। তাই গোঁফ ব্যবহার হয়েছে। আমিও ভাবলাম দর্শকদেরকাছে আমার নতুন লুক আসবে।”
এই মুহুর্তে সিরিয়াল চলছেনা। এই ছবিটি করার বিশেষ কারন কি? উত্তরে অভিনেতা বলেন, ” এই ছবিটা একটি সত্য ঘটনাকে দেখানো হয়েছে। একটি ঘটে যাওয়া ঘটনা, সেটাকেই মূলত ছবিতে তুলে ধরার চেষ্টা হয়েছে, অবশ্যই সিনেমার প্রয়োজনে কিছুটা সিনেমেটিক করা হয়েছে। আসলে একটি মিশন করার দায়িত্ব পড়েছে চারজন পুলিশ অফিসারের উপর, সেই চারজন পুলিশের মধ্যে আমি একজন। এই ছবিটা বড় স্কেলে করা হয়েছে, ভরপুর অ্যাকশন। আমার অনেক স্টান্ট রয়েছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে।” ‘মৃগয়া’ ছবির টিজার স্যোশাল মিডিয়ায় প্রকাশে দর্শকদের কৌতুহল বেড়েছে। এই ছবিতে অন্যান্য পুলিশের চরিত্রে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী প্রমুখদের। আগামী ২৭ জুন বড় পর্দায় মুক্তি পাবে ‘মৃগয়া’।