পড়ন্ত বিকেলে অঙ্গনার সঙ্গে ডেটে? সবটা যেন বলেই দিলেন রোহন
Tollywood Gossip: সৃজলা গুহের সঙ্গে বিচ্ছেদের পর রোহনকে নিয়ে কম আলোচনা হয়নি। সে সময় এ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেমের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমন ভাবেই স্পেস দেওয়া হবে।” ত
সৃজলা গুহের সঙ্গে একসময় তুমুল প্রেম ছিল অভিনেতা রোহন ভট্টাচার্যের। গোটা লকডাউন একসঙ্গে থাকতেনও তাঁরা। হঠাৎ করেই প্রেম ভাঙে তাঁদের। শোনা যায়, সহ অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সৃজলা। এর পর থেকেই প্রেম-সম্পর্ক নিয়ে খানিক ব্যাকফুটেই ছিলেন তিনি। তবে যত দিন যাচ্ছে ততই যেন সম্পর্ককে এক প্রকার শিলমোহর দিয়েই দিচ্ছেন রোহন। এর আগে এক প্রেম মাখা ছবি পোস্ট করেছিলেন অঙ্গনার সঙ্গে। এবার তাঁদের ‘কার ডেট’-এর ছবিও এল সামনে। পড়ন্ত বিকেলে রোদ এসে পড়ছে রোহনের গায়ে। সেই ছবিই শেয়ার করেছেন অভিনেতা। তবে লিখতে ভোলেননি ছবি কার তোলা। আর কেউ নয়, অঙ্গনার! হ্যাঁ, অঙ্গনাই ছবি তুলেছেন নায়কের।
এর আগে অঙ্গনার সঙ্গে ছবি শেয়ার করে রোহন লিখেছিলেন, “তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।” তবে কি শিলমোহর? টিভিনাইন বাংলা প্রশ্ন করতেই সলজ্জ হেসে এড়িয়ে গিয়েছিলেন অঙ্গনা। তবে সত্যি কি আর চাপা থাকে? টলি-টাউনের এই নতুন জুটি নিয়ে এখন চলছে জোর আলোচনা।
সৃজলা গুহের সঙ্গে বিচ্ছেদের পর রোহনকে নিয়ে কম আলোচনা হয়নি। সে সময় এ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেমের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমন ভাবেই স্পেস দেওয়া হবে।” তবে আবারও নতুন ভাবে জীবন গুছিয়ে নিয়েছেন রোহন।
View this post on Instagram