জীবনে নতুন সঙ্গী? সোশ্যাল পোস্টে কী ইঙ্গিত দিলেন রোশন?
টলি পাড়ার গুঞ্জন, রোশন এবং শ্রাবন্তীর সম্পর্ক আর সোজা পথে চলছে না। দাম্পত্যে দানা বেঁধেছে তিক্ততা। এমনও শোনা গিয়েছে, শ্রাবন্তী এবং রোশন নাকি গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন!
গাড়ির দরজা খোলা। বসে রয়েছেন তিনি। চোখে সানগ্লাস। মুখের হাসি বুঝিয়ে দিচ্ছে মেজাজ ফুরফুরে। তিনি অর্থাৎ রোশন সিং (Roshan Singh)। টলি অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই লাইমলাইটে রোশন। কিন্তু দম্পতির দাম্পত্য সম্পর্ক যে ইদানিং ভাল যাচ্ছে না, তা নিয়ে গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। তার মধ্যেই বিভিন্ন ইঙ্গিতবাহী পোস্ট করেন রোশন। এই ছবির সঙ্গেও একটি ইঙ্গিতপূর্ণ মেসেজ দিয়েছেন তিনি।
এই ছবির ক্যাপশনে রোশন লিখেছেন, ‘মহিলাদের স্ট্র্যাটেজিতেই পুরুষের জীবনে নতুন সঙ্গী আসে…’। সত্যিই কি জীবনে কোনও নতুন সঙ্গী এলেন? ইনস্টাগ্রাম পোস্টে সেই ইঙ্গিতই দিতে চাইলেন রোশন? না! এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।
View this post on Instagram
টলি পাড়ার গুঞ্জন, রোশন এবং শ্রাবন্তীর সম্পর্ক আর সোজা পথে চলছে না। দাম্পত্যে দানা বেঁধেছে তিক্ততা। এমনও শোনা গিয়েছে, শ্রাবন্তী এবং রোশন নাকি গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন!
কিছুদিন আগে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন শ্রাবন্তী। পারিবারিক জীবন নিয়ে চরম ট্রোলিংয়ের মুখে পড়তে হয় নায়িকাকে। এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। রোশনের সঙ্গেও দাম্পত্য সমস্যা শুরু হওয়ার গুঞ্জন উঠতেই সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ ট্রোলিং শুরু করে। সম্ভবত তা বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন রোশনও বন্ধ করে দিয়েছেন। ট্রোলিং থেকে দূরে থাকতেই সচেতন ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।
আরও পড়ুন, একমাত্র বিজেপির সঙ্গেই আমার বিশ্বাস মিলেছে: পায়েল সরকার