রবিবার ছিল ভ্যালেন্টাইন্স ডে। গোটা শহর যখন প্রেমে মজে ছিল কাল তখন রোশন সিংয়ের ইনস্টাগ্রামে দেখা গেল এক অন্য ছবি। ভ্যালেন্টাইন্স ডে’তে পোস্ট তিনি করেছেন। কিন্তু তা সবার থেকে আলাদা। একেবারে অন্য রকম।
ইনস্টাগ্রামে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে নিজেকে ধরা দিয়েছে রোশন। কালো টি শার্ট, চোখ-মুখে ক্লান্তির ছাপ, মুখে সিগারেট… প্রেম দিবসে এমন ছবিই পোস্ট করেছেন রোশন। ক্যাপশনে লিখেছেন, “মাই কাইন্ড অব ভ্যালেন্টাইন”। পরিষ্কার করে না লিখলেও রোশনের ক্যাপশনই আভাস দিচ্ছে প্রেমের দিন একলাই কেটেছে তাঁর। নিজের জিম রয়েছে রোশনের। এর আগে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যথেষ্ট স্বাস্থ্য সচেতনও তিনি। সেই রোশনকে ধূমপান করতে দেখে অবাক নেটিজেনরা। শুধুই পোজ নাকি বিরহবেদনা? প্রশ্ন তাঁদের।
অভিনেত্রী স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে রোশন আলাদা থাকছেন বেশ কয়েক মাস হল। কী কারণে তাঁদের এই দূরত্ব সে নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে নানা কাঁটাছেঁড়া হয়েছে বিস্তর। একদিনে শ্রাবন্তী যেমন ট্রোলারদের পাত্তা দিতে চান না অন্যদিকে এই ট্রোলিংয়ের ব্যাপারে স্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন রোশন। এর আগে টিভিনাইন বাংলাকে তিনি বলেছিলেন, “ওরা (ট্রোলাররা) তো জানে না আমাদের মধ্যে আদপে কী হয়েছে, তাই না জেনে তা নিয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত।”
* ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক *