মাঘ পড়েছে সদ্য। আবারও ছাদনাতলায় ছুটেছে বাঙালি। বিগত বেশ কিছু সময় ধরেই রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের বিয়ের গুঞ্জন সামনে আসছিল। এবার তাই কি হয়ে গেল সত্যি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্বেতার কনের সাজে একাধিক ছবি ও ভিডিয়ো। সঙ্গে আবার রুবেল পাঞ্জাবিতে। তাই আগুপিছু খতিয়ে না দেখেই এসেছে শুভেচ্ছার ঢল। অনেকেই মনে করেছেন, সত্যি বুঝি বিয়ে করেই নিলেন তাঁরা, একেবারে চুপিসারে।
তবে আসল খবর হল, তাঁদের বিয়ের এখনও ঢের দেরি। শ্বেতা সত্যি বিয়ে না করলেও কনের সাজে নিজেকে সাজিয়ে করেছেন এক ফটোশুট। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁকে দেখে মুগ্ধ ভক্তরা। প্রশ্ন ছুড়েছেন, ‘সত্যিকারের বিয়েটা কবে করছেন তাহলে?” শোনা গিয়েছিল, এই বছরের শেষেই নাকি বিয়ে করবেন ওঁরা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন এই বছর নয় মোটেই আগামী বছর বিয়ে করতে পারেন তাঁরা। তবে তাও এখনও নিশ্চিত নয়। সম্পর্ক নিয়ে লুকোছাপা আর নেই তাঁদের। প্রেমের খবর টলিপাড়ার সকলেই জানেন।
এর আগে এক সম্পর্কে ছিলেন শ্বেতা। তবে রুবেল জীবনে এন্ট্রি নেওয়ার সে সব কবেই চুকে গিয়েছে। তাঁদের বাড়ির লোকের কাছেও সম্পর্কের কথা একেবারেই অজানা নয়। দু’জনেই অবশ্য ব্যস্ত রয়েছে তাঁদের ধারাবাহিক নিয়ে। রুবেল অভিনয় করছেন, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। অন্যদিকে শ্বেতার সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কোন গোপন মন ভেসেছে’। বিপরীতে রয়েছেন রণজয় ভট্টাচার্য।