Rubel-Sweta wedding: নিতবরকে সঙ্গে নিয়ে গায়ে হলুদে জমিয়ে নাচলেন রুবেল, শ্বেতা কী করলেন?

Akash Misra |

Jan 19, 2025 | 12:51 PM

Watch Video: রুবেলের এক ফ্যানক্লাবের তরফ থেকেই সোশাল মিডিয়ায় শেয়ার হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতেই দেখা মিলল রুবেলের উচ্ছ্বাস।

Rubel-Sweta wedding: নিতবরকে সঙ্গে নিয়ে গায়ে হলুদে জমিয়ে নাচলেন রুবেল, শ্বেতা কী করলেন?

Follow Us

টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল। খোদ রুবেল আর শ্বেতা বার বার গোপন করেছিলেন তাঁদের বিয়ের প্ল্যানিং। অবশেষে সব ফিসফাঁস সরিয়ে রবিবারই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে। তবে তার আগেই সকাল থেকে নিয়ম মেনে রুবেলের বাড়িতে হয়ে গেল গায়ে হলুদ পর্ব। গায়ে হলুদ মেখেই গানের তালে দেদার নেচে উঠলেন রুবেল। সঙ্গে ছিল খুদে নিতবর। পদ্মফুলে আকারে তৈরি এক বিশাল সাইজের পাত্রে বসেই গায়ে হলুদ সারলেন রুবেল। আত্মীয়পরিজনদের সঙ্গে সুযোগ পেয়ে ছবিও তুললেন রুবেল। রুবেলের এক ফ্যানক্লাবের তরফ থেকেই সোশাল মিডিয়ায় শেয়ার হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতেই দেখা মিলল রুবেলের উচ্ছ্বাস।

অন্যদিকে, শ্বেতা তাঁর গায়ে হলুদে কী করছেন, তার ঝলক কিন্তু এখনও সামনে আসেনি। তবে বলাই বাহুল্য, বিয়ে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন শ্বেতা, তা পূরণের দিকে এগোচ্ছে, তাই শ্বেতার যে উচ্ছ্বাস বাঁধভাঙা হবে, বলাই বাহুল্য।

গত বছর ১৫ ডিসেম্বর ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেছেন শ্বেতা-রুবেল। তার পর একের পর এক আইবুড়ো ভাত খেতেই ব্যস্ত ছিলেন জুটি। আর এবার রবিবার তাঁদের মালাবদল।

এই খবরটিও পড়ুন

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। আর এবার সারাজীবনের মতো পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হতে চলেছেন শ্বেতা ও রুবেল।

বিয়েতেও এলাহি আয়োজনের ব্যবস্থা করেছেন তাঁরা। বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে। বিয়ের সাজে রুবেল ও শ্বেতাকে দেখতে এখন অধীর আগ্রহে বসে তাঁদের অনুরাগীরা।

 

Next Article