ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই বরের গ্র্যান্ড সারপ্রাইজ। লাল-সোনালি বেলুনে ঘর সাজিয়ে, গোলাপ পাঁপড়িতে ফ্ল্যাটের মেঝে মুড়ে, রেড ভেলভেট কেক নিয়ে হাজির তিনি। বউও অবাক। আন্দাজ করেছিলেন ‘কিছু একটা’ করবে ‘ও’। কিন্তু তাই বলে এত! টিভিনাইনার বাংলার সঙ্গে কথা বলতে বলতে তখন প্রমিতার গলায় ঝড়ে পড়ছে উচ্ছ্বাস।
কথা হচ্ছে টলিপাড়ার জনপ্রিয় জুটি প্রমিতা চক্রবর্তী এবং রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের। আজ প্রমিতার জন্মদিন। গতকাল প্রমিতার ফ্ল্যাটেই শুট শেষে সটান হাজির হয়েছিলেন রুদ্রজিৎ। সঙ্গে ছিল একগুচ্ছ সারপ্রাইজ। প্রমিতার কথায়, “ভেবেছিলাম হয়তো ডিনারের প্ল্যান করেছে ও। কিন্তু ফ্ল্যাটটাকেই যে এত সুন্দর করে সাজাবে আমার জন্য, এত কিছুর আয়োজন করবে। সত্যিই ভাবতে পারিনি। ভীষণ খুশি আমি।” তাঁদের পোশাকেও ছিল রংমিলান্তি। বাহারি বেলুন আর প্রদীপে তখন প্রমিতার ফ্ল্যাটজুড়ে রুদ্রর ভালবাসা।
আজ যদিও অভিনেত্রী দিনটি খালি রেখেছেন তাঁর বাবা-মায়ের জন্য। সন্ধেবেলা একসঙ্গে খেতে যাওয়ার প্ল্যান রয়েছে। শুট শেষে রুদ্রও যোগ দেবে সেখানে। সব মিলিয়ে জমে গিয়েছে পর্দার ‘ঝিনুক’-এর জন্মদিন।
এ মাসেই ভ্যালেন্টাইন্স ডে’র দিন আইনি-বিয়ে সারেন রুদ্রজিৎ এবং প্রমিতা। পুরুলিয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রমিতা-রুদ্রই টেলিপাড়ার প্রথম জুটি যারা ডেস্টিনেশন ওয়েডিং করলেন। পরিবারের প্রিয় জনদের সঙ্গে জমে উঠেছিল তাঁদের আইনি বিয়ের অনুষ্ঠান। তবে সামাজিক বিয়ে কলকাতাতেই করার প্ল্যান রয়েছে তাঁদের। আপাতত একে অপরের ভালবাসার নেশায় বুঁদ প্রমিতা-রুদ্র।