Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev-Rukmini: দেবের হাত ধরে মধ্যরাতে শহর ছাড়লেন রুক্মিনী, সকাল হতেই স্পষ্ট হল সবটা

Tollywood Jodi: রুক্মিনী কিংবা দেব, ব্যক্তিজীবন খুবএকটা আড়ালে রাখেন না কেউই। তাঁদের সম্পর্কের কথা অজানা নয় কারও কাছেই। সারা বছর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন রুক্মিনী মৈত্র। দেব প্রযোজনা থেকে শুরু করে অভিনয়, নিজের এলাকার কাজ, সবটাই দক্ষতার সঙ্গে সামলে থাকেন। তবে শত ব্যস্ততার মাঝেই এবার কোথায় হারালেন তাঁরা?

Dev-Rukmini: দেবের হাত ধরে মধ্যরাতে শহর ছাড়লেন রুক্মিনী, সকাল হতেই স্পষ্ট হল সবটা
Follow Us:
| Updated on: Aug 11, 2024 | 4:17 PM

রুক্মিনী মৈত্র ও দেব, টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শক মহলে উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। রুক্মিনী কিংবা দেব, ব্যক্তিজীবন খুবএকটা আড়ালে রাখেন না কেউই। তাঁদের সম্পর্কের কথা অজানা নয় কারও কাছেই। সারা বছর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন রুক্মিনী মৈত্র। দেব প্রযোজনা থেকে শুরু করে অভিনয়, নিজের এলাকার কাজ, সবটাই দক্ষতার সঙ্গে সামলে থাকেন। তবে শত ব্যস্ততার মাঝেই এবার কোথায় হারালেন তাঁরা? শনিবার মধ্যরাতে বিমানবন্দরে ক্যামেরা বন্দি হলেন তাঁরা। শহর ছাড়লেন জুটি। দেব ও রুক্মিনীর সারা বছরে একটা ছুটি লাগে। বছরভর টানা কাজ করে নিজেদের মত করে কিছুটা সময় কাটানোর প্ল্যান করে নেন তাঁরা। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে।

কখনও দেবের ক্যামেরাম্যান রুক্মিনী, কখনও আবার রুক্মিনীর ছবি থেকে রিলস তুলে দেন দেব। জুটির সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পলকে ভাইরালও হয়ে থাকে। সেই সেলিব্রিটি জুটি এবার বেড়িয়ে পড়েছেন নতুন জায়গা খুঁজতে। নতুন করে নিজেদের আবিষ্কার করতে। বিমান বন্দর থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন রুক্মিনী। স্পষ্ট হয়ে গিয়েছিল সবটা তখনই। এবার সকাল হতেই সামনে এল এক অন্যছবি। যা এক কথায় মুগ্ধ করছে সকলকেই। যদিও কোথায় গিয়েছেন তাঁরা, তা একপ্রকার গোপনেই রাখলেন।

অন্যদিকে রুক্মিনীও শেয়ার করে নিলেন মিষ্টি এক ছবি। তবে তাঁরা কোথায় আছেন, তা অনুমান করতে শুরু করেছেন অনেকেই। এশিয়ারই কোনও এক জায়গায় ছুটি কাটাচ্ছেন তাঁরা, এমনই অনুমান, তবে জুটি মুখে এঁটেছে কুলুপ। তাঁরা এখন কর্মব্যস্ততা থেকে শত শত মাইল দূরে একান্তে সময় কাটাতে ব্যস্ত।