কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান-এর ট্রেলার। ট্রেলারে বিনোদিনী অবতারে রুক্মিণীকে দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। এমনকী, ফিল্ম সমালোচকরাও রুক্মিণীর বিনোদিনী অবতার দেখে উচ্ছ্বসিত। আর সেই টলিপাড়ার বিনোদিনী ওরফে রুক্মিণী কিন্তু সেই সব প্রশংসাকে সঙ্গে নিয়েই দিনরাত এক করছেন ছবির প্রচারে। কখনও ন্যাশনাল স্কুল অফ ড্রামা। কখনও আবার নানা সংবাদমাধ্যমের কাছে পৌঁছে বিনোদিনী হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন রুক্মিণী। এই ছবির সঙ্গে এতটাই অটুট বন্ধনে জড়িয়ে পড়েছেন রুক্মিণী, যে দিনরাত শুধু বিনোদিনীর নামজপ। আর এবার এই ছবির নতুন গান “হরি মন মজায়ে” মুক্তি পাওয়ার আগে রুক্মিণী অনুসরণ করলেন বিনোদিনী দাসীর পথ।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। রবিবার সকাল-সকালই রুক্মিণী তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, লাল শাড়ি পরে বেলুড়মঠে হাজির। সঙ্গে ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
এমনই এক গুচ্ছ ছবি পোস্ট করে রুক্মিণী লিখলেন, ” আজ থেকে ১৪০ বছর আগে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ পেয়েছিলেন নাট্য মঞ্চের কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসী। তাঁর পথ অনুসরণ করে আমি এবং পরিচালক রাম কমল মুখার্জি বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে উপস্থিত হয়েছিলাম তাঁর আশীর্বাদ নিতে। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান‘ ছবি মুক্তির আগে “চৈতন্য লীলার” কীর্তন “হরি মন মজায়ে” গানটি প্রকাশ করলেন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কাছে আজ আমাদের এই প্রার্থনা, যে সবার মঙ্গল হোক। আশীর্বাদ করুন।”
নটী বিনোদিনী, বাংলার বুকে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে যিনি পুরুষ সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের দাপটে মঞ্চে রাজত্ব করেছিলেন। যাঁর অভিনয় মুগ্ধ করেছিল স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবকে, সেই নটীর কাহিনি এবার বড়পর্দায়। টানা চার বছরের চেষ্টায় এই চরিত্রকে বুনেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। আর সেই চরিত্রকে লালন পালন করেছেন রুক্মিণী মৈত্র। দীর্ঘ অপেক্ষার পর ২৩ জানুয়ারি সেই ছবি দর্শক দরবারে আসতে চলেছে। সম্প্রতি স্টার থিয়েটারের নাম পাল্টে করা হল বিনোদিনী থিয়েটার। যে খবরে চোখে জল এসেছিল রুক্মিণীর। এখানেই শেষ নয়, ছবি মুক্তির আগে আরও একবার ‘নটী বিনোদিনী’ নিয়ে আবেগঘন নায়িকা।