AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডে ডেবিউ করছেন রুক্মিণী মৈত্র, বিপরীতে বিদ্যুৎ জামাল

রুক্মিণী মৈত্র বলিউডে ডেবিউ করছেন। কোনও পার্শ্বচরিত্রে নয়, খোদ হিরোইনের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। বিপরীতে থাকছেন বিদ্যুৎ জামাল। ছবির নাম ‘সনক’।

বলিউডে ডেবিউ করছেন রুক্মিণী মৈত্র, বিপরীতে বিদ্যুৎ জামাল
রুক্মিণী মৈত্র
| Updated on: Jan 26, 2021 | 2:23 PM
Share

টলিপাড়া থেকে আরও একজন বলিউডমুখী। তিনি রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। বলিউডে ডেবিউ করছেন তিনি। কোনও পার্শ্বচরিত্রে নয়, খোদ হিরোইনের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। বিপরীতে থাকছেন বিদ্যুৎ জামাল। ছবির নাম ‘সনক’।

বছর চারেক আগে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওর্য়াড’ এর মত ছবি করে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সুইৎজারল্যান্ড’এ অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়োন রুক্মিণী। কিন্তু তিনি যে তলে তলে বলিউডে নোঙর ফেলেছেন, কথা প্রায় কেউই জানত না! আজ বিদ্যুৎ জামাল নিজের টুইটারে ‘সনক’এর ফার্স্ট লুক পোস্ট করার পর রুক্মিণীর বলিউড ডেবিউ করার কথা টলিপাড়ায় চাউর হয়। বিদ্যুৎ পোস্টে রুক্মিণীকে ট্যাগ করেছেন।

এত চুপি চুপি বলিউডে পাড়ি দিলেন কেন রুক্মিণী? ফোনে ধরা হলে তিনি বলেন “ আমি আসলে আগে থেকে কাউকেই কিছু জানাতে চাইনি। খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউই জানত না। আমার কাজ ওরা দেখেছিল। তিনচার মাস আগে ওরাই আমার সঙ্গে যোগাযোগ করে। কলকাতায় কাউকেই ওরা অ্যাপ্রোচ করেনি। আমি একটা অডিও ক্লিপস পাঠাই। ওদের পছন্দ হয়। তারপর সবকিছু ফাইনালাইজড হয়।” বিপুল শাহের মত ‘হেভি ওয়েট’ প্রযোজকের হাত ধরে বলিউডে ডেবিউ! প্রথম ছবিতেই বিদ্যুৎ জামালের হিরোইন হওয়াসবকিছু মিলিয়ে আনন্দ হচ্ছে না? “ সত্যি বলতে কী, আনন্দের থেকে আমার টেনশন হচ্ছে অনেক বেশি। সব ছবি শুরু হওয়ার আগে আমার এই টেনশনটাই হয়, এখনও তাই হচ্ছে। আমি বলিউড,টলিউড বলে আলাদা করে কিছু দেখতে চাই না, আমার কাছে ছবি করাটাই আসল। বিপুল শাহ, বিদ্যুৎ ওরা সকলেই খুব ‘ডাউন টু আর্থ’। বলিউডে যে আমি প্রথম কাজ করছি, ওরা আমায় এই ফিলটাই কখনও হতে দেয়নি।”, বললেল রুক্মিণী। হিরোইনের চরিত্রটা ঠিক কেমন? “ এখনই কিছু বলতে পারব না। বলা বারণ আছে। তবে এটুকু বলতে পারি স্ক্রিপ্টটা ইন্টারেস্টিং।”, বললেন ‘সনক’এর হিরাইন।

Vidyut jammal

বিদ্যুৎ জামাল

রুক্মিণী এই মুহূর্তে কলকাতায়। তবে খুব শীঘ্রই মুম্বই উড়ে যাবেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘সনক’ অ্যকাশনথ্রিলার। বিপুল শাহের সঙ্গে বিদ্যুৎ জামালের এটি পঞ্চম ছবি হতে চলেছে। বিদ্যুৎ এই মুহূর্তে ‘খুদা হাফিজ’এর শুটিং নিয়ে ব্যস্ত। সব কিছু ঠিকঠাক থাকলে বছরের মাঝামাঝি থেকে ছবির শুটিং শুরু।

আরও পড়ুন :ভিক্টোরিয়া পরিচ্ছন্ন করা নিয়ে উদ্যোক্তাদের অভিযুক্ত করলেন অভিনেত্রী-সাংসদ মিমি