
‘সোনার কেল্লা ‘ ছবির পঞ্চাশ বছর পূর্ণ। সিনেপ্রেমী বাঙালি প্রজন্মের পর প্রজন্ম সত্যজিতের পর্দার জাদুতে বুঁদ হয়ে রয়েছে। সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে একের পর এক ছবি করেছে বাঙালি পরিচালকরা। সম্প্রতি ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম একটি ছবি পোস্ট করে স্যোশাল মিডিয়ায়। সেখানে সোনার কেল্লার পঞ্চাশ বছর উদযাপনে তাঁরা কিছু করার উদ্যোগ নিচ্ছে , এমনই আভাস দেওয়া রয়েছে।এই খবরের খোঁজ করতে গিয়ে টলিপাড়ার অন্দর মহল থেকে জানা গিয়েছে পরিচালক রিঙ্গো অভিনেতা সব্যসাচী চৌধুরীকে নিয়ে তৈরি করছেন একটি সিরিজ।
খবর এই সিরিজ মূলত থ্রিলার ধর্মী। এই সিরিজের বেশিরভাগ অংশ শ্যুট হয়েছে রাজস্থানের জয়সলমির শহরের সেই কেল্লাতেই। যেখানে আজ থেকে পঞ্চাশ বছর আগে মুকুলকে নিয়ে শ্যুট সেরে এসেছেন পরিচালক সত্যজিৎ রায়। সিরিজের গল্প নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে এই সিরিজও যে থ্রিলার জঁরের হতে চলেছে, সেই খবর পাকা। সিরিজের পরিচালক রিঙ্গোর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এই কথা বলাই যায় যে এই সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে আবার নতুন রুপে আসতে চলেছেন বামাক্ষ্যাপা খ্যাত সব্যসাচী। ইদানিং খুব কম তাঁকে দেখা যায় অভিনয়ে,তাই সব্যসাচীর দর্শকদের কাছে অবশ্যই আশার খবর। শোনা যাচ্ছে এই সিরিজে সব্যসাচী চৌধুরী ছাড়াও অভিনয় করছেন অভিনেতা দেবতনু, অভিনেত্রী অমৃতা দেবনাথ সহ একগুচ্ছ নতুন মুখ। এই সিরিজ নিয়ে প্রযোজনা সংস্থা থেকে এখনও কিছু না জানালেও আগামী দিনে যে চমকপ্রদ কিছু আসতে চলেছে বলাই যায়।