সইফ আলি খান, বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা, যাঁর পর্দার সামনে জীবন যতটা রঙিন, পর্দার পিছনের জীবনও ঠিক ততটাই আলোচিত। অমৃতা সিংকে বিয়ে থেকে ডিভোর্স, অন্যদিকে কেরিয়ার যখন মধ্যগগণে তখন করিনা কাপুরকে আবারও বিয়ে করা। যার ফলে বহুবার তাঁর সম্পর্ক চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। যদিও সইফ বরাবরই ব্যক্তি জীবন নিয়ে খুব একটা রাখঢাক করেন না। করিনাও সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয়। মাঝে মধ্যেই তিনি নানা পারিবারিক বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন। যেখানে মাঝে মধ্যেই নজরে আসেন করিশ্মা কাপুর। করিনা-করিশ্মার সম্পর্কের গভীরতা বরাবরই নজর কাড়া। দুই বোনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বেশ গাঢ়। আর সেই করিশ্মাকে দেখেলেই কি রেগে যান সইফ? কিন্তু কারণ কী? এমন কী করেন করিশ্মা, যা মোটেও পছন্দ নয় জামাইবাবু সইফের?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন করিনা কাপুর খান। মজার ছলে খোলসা করেন সইফের মনের কথা। বেবো বলেন, ‘সইফ আর আমি মাঝে মধ্যেই AC-র তাপমাত্রা নিয়ে লড়াই করে থাকি। কারণ সইফ চায় ১৬ ডিগ্রি, ওর সব সময় গরম লাগে। আর আমি সইফফফফফ…! আর ওর প্রতিক্রিয়া থাকে মানুষের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ওসির তাপমাত্রা নিয়ে। তাই ও চায় ১৬, আমি চাই ২০, ও ১৯-এ বিষয়টা মিটিয়ে নেয়। যেটা খুব একটা খারাপ নয়। আর প্রতিবার যখন করিশ্মা যখন ডিনারে আসে, মজা করেই তাপমাত্রা ২৫ ডিগ্রি করে দেয়। আর সইফ তখনই বলে ওঠে, ভগবান, ভাগ্যিস আমি বেবোকে বিয়ে করেছিলাম। তবুও ও ১৯-এ বিষয়টা মেনে নেয়।’