সাইনা নেহওয়ালের বায়োপিকে শেষ মুহূর্তে বাদ পড়েন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বদলে নেওয়া হয় পরিণীতি চোপড়াকে। কিন্তু কেন শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন পরিণীতি? পরিণীতির সঙ্গে ঝামেলা নাকি ডেট নিয়ে সমস্যা– মুখ খুললেন ছবির পরিচালক অমল গুপ্ত।
তাঁর কথায়, “শ্রদ্ধা পুরদস্তুর তৈরি ছিল। সাইনার ভূমিকায় অভিনয় করার জন্য খুব কসরতও শুরু করেছিল। কিন্তু এরই মধ্যে ওর ডেঙ্গু হয়।” অমল জানান, ডেঙ্গু সেরে গেলেও শারীরিক ভাবে ভীষণই দুর্বল হয়ে পড়েন শ্রদ্ধা। কিন্তু তা সত্ত্বেও তিনি শুটে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। ঠিক ছিল আরও কিছু দিঞ্জ বিশ্রাম করে তিনি ফিরবেন। কিন্তু এরই মধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যেহেতু সাইনার বায়োপিকে অভিনয়ের পাশপাশি শারীরিক পরিশ্রম রয়েছে সে কারণেই শ্রদ্ধার পরিবর্তে পরিণীতিকে বেছে নেন পরিচালক। তাঁর কথায়, “১২ ঘণ্টা ব্যাডমিন্টন খেলতে হবে। যা সে সময় শ্রদ্ধার পক্ষে সম্ভব ছিল না।”
আর পরিণীতির সঙ্গে ঝামেলা? সে প্রসঙ্গে পরিণীতির বক্তব্য, “শ্রদ্ধার ডেট নিয়ে সমস্যা হচ্ছিল। ওর হাতে অন্য ছবি ছিল। আমাদের মধ্যে সত্যিই কোনও ঝামেলা হয়নি। যা যা রটেছে তা সবই মিথ্যে। আমরা দুজনেই ভাল বন্ধু। সত্যিই কোনও সমস্যা ছিল না, এখনও নেই ।” সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ মুক্তি পাবে ছবিটি।