রাতের বেলা আচমকা প্রাক্তন প্রেমিকা সঙ্গীতার বাড়িতে সলমন, পুরনো সম্পর্ক কি জোড়া লাগছে?

তারপরই রাতারাতি সলমন পৌঁছে গেলেন সঙ্গীত বিজলানির বাড়িতে। যে সঙ্গীতার সঙ্গে দীর্ঘদিনের বিয়ের পর ব্রেকআপ করেছিলেন সলমন।

রাতের বেলা আচমকা প্রাক্তন প্রেমিকা সঙ্গীতার বাড়িতে সলমন, পুরনো সম্পর্ক কি জোড়া লাগছে?

|

Jul 11, 2025 | 11:56 AM

সম্প্রতি রটেছে বলিউডের ভাইজান নাকি তাঁর ভগ্নিপতি অর্থাৎ অভিনেতা আয়ুশ শর্মার কাছে বিয়ের ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি নাকি স্পষ্টই জানিয়েছেন, এবার সুযোগ পেলেই সাতপাকে বাঁধা পড়তে চান। আর তারপরই রাতারাতি সলমন পৌঁছে গেলেন সঙ্গীত বিজলানির বাড়িতে। যে সঙ্গীতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর ব্রেকআপ করেছিলেন সলমন। এমনকী, সঙ্গীতার সঙ্গে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু কফি উইথ করণ শোয়ে এসে সলমন জানিয়ে ছিলেন, তাঁর কারণেই বিয়েটা ভাঙে। তবে বুধবার রাতে আচমকা সঙ্গীতার বাড়িতে সলমনের পা রাখার ঘটনায়, নতুন গুঞ্জন বলিপাড়ায়। গুঞ্জনপাড়া মনে করছেন সঙ্গীতার সঙ্গে পুরনো সম্পর্ককে জোড়া লাগানোর জন্যই সলমন নাকি ঘন ঘন সঙ্গীতার সঙ্গে দেখা করছেন।

বুধবার ছিল সঙ্গীত বিজলানির জন্মদিন। সেই কারণেই সঙ্গীতার বাড়িতে গিয়েছিলেন সলমন। বুলেটপ্রুফ গাড়ি থেকে নামতেই সলমনকে ছেকে ধকে অনুরাগীরা। তবে সলমন কিন্তু অনুরাগীদের দিকে তাকিয়ে কুশল বিনিময় সেরেছেন। এই ভিডিয়ো দেখেই সলমন ভক্তরা বলছেন, সলমনের বিয়ের ফুল ফুটল বলে। ভাইজানের আদবকায়দাই যেন দাবাং নয়, বরং ফ্যামিলি ম্য়ান!