বিমান দুর্ঘটনার খবর পেয়ে কেঁপে উঠলেন সলমন খান, তড়িঘড়ি বড় সিদ্ধান্ত ভাইজানের!

ঠিক এই সময়ই বলিউডের দাবাং খান নিলেন চরম সিদ্ধান্ত। স্পষ্ট জানিয়ে দিলেন, এই অবস্থায় দেশের পাশে আছেন তিনি। দেশের মানুষই তাঁর কাছ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিমান দুর্ঘটনার খবর পেয়ে কেঁপে উঠলেন সলমন খান, তড়িঘড়ি বড় সিদ্ধান্ত ভাইজানের!

|

Jun 12, 2025 | 11:34 PM

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। গোটা দেশ কেঁপে উঠেছে এমন খবরে। দুর্ঘটনার একের পর এক তথ্য সামনে আসতেই গোটা দেশই শোকাহত। ঠিক এই সময়ই বলিউডের দাবাং খান নিলেন চরম সিদ্ধান্ত। স্পষ্ট জানিয়ে দিলেন, এই অবস্থায় দেশের পাশে আছেন তিনি। দেশের মানুষই তাঁর কাছ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিষয়টা একটু বিশদে বলা যাক। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আহমেদাবাদে মেঘানিনগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। টেক অফের পর মাত্র ১৯ মিনিট, সাত কিলোমিটার দূরত্বেই বিমানটি ভেঙে পড়ে বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, টেক অফের পর কোনও গাছে কিংবা বহুতলে ধাক্কা লেগে থাকতে পারে বিমানটির। তবে এই কারণের স্বপক্ষে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও প্রমাণ হাতে আসেনি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। তবে সামনে এসেছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো।

আজই মুম্বইয়ে সলমনের একটি অনুষ্ঠান ছিল। একটি ব্র্য়ান্ডের প্রচারে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর পেয়ে রীতিমতো শোকাহত সলমনও। তড়িঘড়ি তাই বাতিল করলেন তাঁর এই অনুষ্ঠান। দেশে এখন বিপর্যয়। এই অবস্থায়, দেশ এবং দেশের মানুষের পাশে থাকাটাই প্রথম ও প্রধান কর্তব্য।