কথা রাখলেন সলমন, ৯ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করা শিশুকে আনলেন সামনে

Jan 25, 2024 | 2:32 PM

Salman Khan: এবার এক খুদে ভক্তকে দেওয়া কথা রাখতে হাজির। ঠিক কী ঘটেছিল, গোড়া থেকে বলা যাক। সাল ২০১৮, সেদিন সলমন খান তাঁর এক ভক্তের সঙ্গে দেখা করেছিলেন। তখন তার বয়স মাত্র চার। সে ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছে। চলছে কেমো। সবটা সহ্য করা যথেষ্ট কঠিন।

কথা রাখলেন সলমন, ৯ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করা শিশুকে আনলেন সামনে

Follow Us

সলমন খান, একশ্রেণির কাছে তিনি ‘বজমেজাজি’ হলেও, তিনি অনেকের কাছেই ভগবান। তাঁর যে এক সুন্দর মন রয়েছে, তিনি যে কথা দিলে, কথা রাখতে পারেন, রাখতে জানেন, তার প্রমাণ রয়েছে বহু। সলমন খান এবারও তেমনই এক কাছ করলেন। তাঁর বলা ছোট ছোট কথা যে কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি সকলের জানা। তিনি এবার এক খুদে ভক্তকে দেওয়া কথা রাখতে হাজির। ঠিক কী ঘটেছিল, গোড়া থেকে বলা যাক। সাল ২০১৮, সেদিন সলমন খান তাঁর এক ভক্তের সঙ্গে দেখা করেছিলেন। তখন তার বয়স মাত্র চার। সে ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছে। চলছে কেমো। সবটা সহ্য করা যথেষ্ট কঠিন।

বিশেষ করে যে বয়সে এই লড়াইটা সে চালিয়ে যাচ্ছে, তা সত্যি খুব খারাপ লাগার। নাম জগনবীর। তখন তাঁকে সলমন খান কথা দিয়েছিলেন, তুমি সুস্থ হয়ে ওঠো, তাহলেই আমি তোমার সঙ্গে দেখা করব। কথা শুনে ভীষণ খুশি হয়েছিলেন জগনবীর। সলমন খানের বলা কথাগুলোকে সত্যি ভেবে লড়াইয়ের মনোবল অনেকগুন বেড়ে যায়। গতবছর অর্থাৎ ২০২৩ সালে সে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জিতে যায়।

তারপরই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় যেখানে সে বারবার অনুরোধ করছে, সলমন খানের সঙ্গে দেখা করতে চায়। বর্তমানে তার বয়স ৯। সেই ভাইরাল হওয়া ভিডিয়ো সলমন খানের কাছে পৌঁছতেই তিনি কথা রাখলেন। দেখা করলেন ছোট্ট ফ্যানের সঙ্গে। বান্দ্রাতেই তার বাড়ি। খবর ছড়িয়ে পড়তেই ভাইজানের ভক্তরা আরও একবার গর্বিত। ঝড়ের গতিতে ভাইরাল সলমন খানকে নিয়ে করা সেই পোস্ট। যদিও ভাইজান এসব বিষয় কোনোদিন প্রচার করেন না।