e 'দাবাং' পরিচালকের বিরুদ্ধে মানহানি মামলা সলমনের! চাইলেন ৯ কোটির ক্ষতিপূরণ - Bengali News | Salman khan gets court order barring abhinav kashyap from making comments against him and his family - TV9 Bangla News

‘দাবাং’ পরিচালকের বিরুদ্ধে মানহানি মামলা সলমনের! চাইলেন ৯ কোটির ক্ষতিপূরণ

ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, অভিনব কাশ্যপ, কোমল মেহরু, খুশনু হাজারে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সলমন। অভিনেতার আইনজীবী প্রদীপ গান্ধী আদালতে জানান, অভিনব কাশ্যপ যে ধরনের ‘মিথ্যা এবং মানহানিকর’ বয়ান দিয়েছেন, তা সলমনের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে। এই কারণে ওই সাক্ষাৎকারগুলো বন্ধ করার পাশাপাশি ৯ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

দাবাং পরিচালকের বিরুদ্ধে মানহানি মামলা সলমনের! চাইলেন ৯ কোটির ক্ষতিপূরণ

|

Jan 31, 2026 | 1:27 PM

বাক-স্বাধীনতার নামে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা গালিগালাজ করা যায় না—এই পর্যবেক্ষণ থেকেই সলমন খানের করা মানহানি মামলায় বড় নির্দেশ দিল আদালত। পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে সলমন ও তাঁর পরিবার নিয়ে করা অভিনবের বিতর্কিত মন্তব্যের জেরে আইনি পথে হাঁটেন অভিনেতা।

ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, অভিনব কাশ্যপ, কোমল মেহরু, খুশনু হাজারে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সলমন। অভিনেতার আইনজীবী প্রদীপ গান্ধী আদালতে জানান, অভিনব কাশ্যপ যে ধরনের ‘মিথ্যা এবং মানহানিকর’ বয়ান দিয়েছেন, তা সলমনের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে। এই কারণে ওই সাক্ষাৎকারগুলো বন্ধ করার পাশাপাশি ৯ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

কে এই অভিনব কাশ্যপ?
অভিনব কাশ্যপের চলচ্চিত্র জীবনের শুরু প্রায় এক দশকেরও বেশি আগে। লেখক হিসেবে ‘জং’ বা ‘যুবা’-র মতো ছবিতে কাজ করার পর তিনি ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’ এবং ‘১৩বি’-র মতো ছবির সংলাপ লেখেন। ২০১০ সালে ‘দাবাং’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে তাঁর হাতেখড়ি। এই ছবিই সলমন খানকে ‘চুলবুল পান্ডে’ হিসেবে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ছবিটি ব্লকবাস্টার হওয়া সত্ত্বেও অভিনব কেন ‘দাবাং ২’ পরিচালনা করেননি, তা নিয়ে দীর্ঘকাল জল্পনা ছিল।

সম্প্রতি ‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিনব। তিনি বলেন, “সলমন অভিনয়ের প্রতি আগ্রহী নন, গত ২৫ বছর ধরেই তিনি অভিনয়ের চেয়ে নিজের সেলিব্রিটি ইমেজ আর ক্ষমতা জাহির করতেই বেশি ব্যস্ত। তিনি একজন গুণ্ডা।”

অভিনব আরও অভিযোগ করেন, “সলমন খান বলিউডের ‘স্টার সিস্টেম’-এর জনক। তাঁরা অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ। পুরো সিস্টেমটা তাঁরা নিয়ন্ত্রণ করেন। কেউ তাঁদের অবাধ্য হলে তাঁরা তাঁর পেছনে পড়ে যান।” অভিনবের এই মন্তব্যের পরই সরগরম হয়ে ওঠে বলিউড। শেষ পর্যন্ত আইনি হস্তক্ষেপে এই কাদা ছোড়াছুড়ি আপাতত থামল বলেই মনে করা হচ্ছে।