
বেশ কয়েকমাস ধরেই সলমনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন দাবাং ছবির পরিচালর অভিনব কাশ্যপ। অভিনবের দাবি, তাঁর কেরিয়ার নষ্ট করার নেপথ্যে রয়েছে সলমন খান ও তাঁর টিম। এমনকী, অভিনবের কথায়, সলমনের এতটাই খারাপ মানুষ যে, নিজের স্বার্থে যে কারও জীবন নিয়ে খেলা করতে পারে। আর সলমনের সেই খেলাতেই তাঁরও জীবন নষ্ট হয়েছে বলে দাবি পরিচালক অভিনবের। আর এবার সেই অভিনবই সলমনকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিলেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ যে সলমনের কথায় ওঠে বসে, তা বলিউড গুঞ্জনে কান পাতলেই শোনা যায়। তবে সরাসরি সে কথা খুব কমজনই মুখে আনেন। এবার সেই গুঞ্জনের বারুদেই আগুন দিলেন সলমন।
অভিনব বলেন, এই বলিউডে টিকতে হলে সলমন ও তাঁর খান পরিবারের কথা শুনেই চলতে হবে। নাহলেই বিপদ। এমনকী, সলমনের কথামতো সিনেমা না করায় আমার কেরিয়ারও ধ্বংস করেছেন। আমাকে বলিউডে আর সিনেমাই বানাতে দেন না।
এখানেই থামেননি অভিনব। সলমনের আগামী ছবি গলওয়ান-এর প্রসঙ্গ তুলে দাবাং পরিচালক বলেন, একজন ক্রিমিনাল কীভাবে সৈনিকের অভিনয় করে সেটাই বুঝতে পারছি না।
২০১০ সালে সলমর খানকে নিয়ে দাবাং ছবি তৈরি করেছিলেন অভিনব কাশ্যপ। এই ছবি থেকেই বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা। ছবিটি হিটও হয়। পরে রণবীর কাপুরকে নিয়ে তৈরি করেন বেশরম। এই ছবি ফ্লপ হয়েছিল। বেশরম ছবির পর থেকেই গায়েব অভিনব।