
দিওয়ালির আগেই সলমনের বাড়িতে যেন বিগ দিওয়ালি। আর হবে নাই বা কেন, সদ্য আরবাজের কন্যা ফুটফুটে ছোট্ট সিপারা তো খান পরিবারকে মাতিয়ে রেখেছে। কিন্তু শুধু ছোট্ট সিপারার জন্যই সেলিব্রেশন নয়, বরং আরও একটি সুখবর শেয়ার করলেন সলমন খান। সেই সুখবরের সঙ্গে জুড়ে গেল খান পরিবারের প্রাক্তন বউমা অর্থাৎ আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা!
ব্যাপারটা একটু খোলসা করা যাক। আরবাজ আর মালাইকা আলাদা হয়েছেন, বেশ কয়েক বছর হয়ে গেল। নতুন স্ত্রী সুরাকে নিয়ে এখন দিব্যি সংসার করছেন আরবাজ। উল্টো দিকে অর্জুন কাপুরের সঙ্গে প্রেম ভেঙে নিজেকে একেবারে গুছিয়ে নিয়েছেন মালাইকা অরোরাও। ছেলেকে সঙ্গে নিয়ে রেস্তরাঁ খুলেছেন। সিনেমায় আইটেম করছেন, ফ্য়াশন শোয়ে হাঁটছেন। নিজের মতো করে দিব্যি রয়েছেন বলিউডের বদনাম মুন্নি। ঠিক এরই মাঝে সলমনের সঙ্গে কী সুখবর ভাগ করলেন মালাইকা?
আসলে সদ্য় ১২ বছর পার করল সলমন খানের পোশাক ব্র্যান্ড বিয়িং হিউম্যান। সেই আনন্দেই সোশাল মিডিয়ায় পোস্ট দিলেন বলিউডের ভাইজান। সেখানে লিখলেন, ১২ বছর আগে যখন বিয়িং হিউম্যান শুরু হয়েছিল, তখন উদ্দেশ্যই ছিল নতুন কিছু করার। যা কিনা সহজ ও সরল। ১২ বছর কাটিয়ে এটা দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। যা কিনা আরও বড় হচ্ছে। এই ব্র্যান্ড ঠিক আমার পরিবারের মতোই। এই পরিবার আরও বাড়ছে। ধন্যবাদ সবাইকে।
বিয়িং হিউম্যান শুরুর দিকে সলমনের সঙ্গে এই ব্র্যান্ড প্রচারের সঙ্গী ছিলেন মালাইকা অরোরাও। ১২ বছর পূর্তিতে তাই পুরনো সঙ্গীকে মনে করে শুভেচ্ছা জানালেন সলমন খান। ফের প্রমাণ করলেন, তিনি সত্যিই বলিউডের দিলদার ভাইজান।