সলমন খান। বরাবরই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। যার বেশির ভাগটাই রয়েছে বিতর্ক। সলমন খানের বিভিন্ন সময় করা বিভিন্ন মন্তব্য মাঝে মধ্যেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে থাকে। সলমন খানের তেমনই করা একাধিক মন্তব্য বারবার ফিরে আসে সোশ্যাল মিডিয়ায়। তেমনই একবার পুরস্কার দেওয়া প্রসঙ্গে ব্যঙ্গ করে ভাইরাল হয়েছিলেন সলমন খান। ফিল্ম ফেয়ার থেকে একবার সলমন খানকে পুরস্কার দেওয়ার কথা ওঠে। সেই সময় ঠাট্টা করে সলমন খান বলেছিলেন, আমার মনে হচ্ছে আমার বাড়ির চাকর আমাকে এসে বলছে বাবা আপনাকে পুরস্কার দেওয়া হবে। টানা ১০ বছর সলমন খানকে অপেক্ষা করতে হয়েছিল ফিল্ম ফেয়ার পুরস্কার পেতে।
তবে একবার তিনি স্থির করেন, পুরস্কারের বিরুদ্ধে যাবেন। সলমন খান প্রকাশ্যেই বলে বসেন, ”যাঁদের নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, তাঁরা পুরস্কার চান। আমি যাব না, ফিল্ম ফেয়ারের পুরস্কারও নেব না। এই তিন চারটে পুরস্কার তারা আমার জন্য ধার্য করেছেন। আমি যেতে চাই না। জাতীয় পুরস্কার পাওয়া সম্মানের। আমি যাব সেখান থেকে পুরস্কার নেব।”
যদিও পুরস্কারের মঞ্চের সঙ্গে তাঁর সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। বরং বারবার তাঁকে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকায়। সেখানেও একাধিকবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন সলমন খান। প্রতিটা ভিডিয়ো এক কথায় ভাইরাল। যদিও নেটিজেনদের একাংশের দাবি সবটাই সলমন খান করে থাকেন চ্যানেলের কথায়। অর্থাৎ পাবলিসিটির কথা মাথায় রেখে। শোয়ের TRP-র জন্যই একাধিক সংলাপ স্ক্রিপ্টেড বলেই মনে করে থাকেন অনেকে। যদিও ভাইজানের উপস্থাপনা দেখে সত্যি না মিথ্যে বোঝা দায়।