ছোটবেলার স্বপ্নের হিরোর এই লুক যেন মেনে নিতে পারছেন না কেউ। সলমন খান। ৯ দশকের কাছে নস্ট্যালজিয়া। দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ভাইজান। তিনি স্বপ্নের নায়ক। কত শত মহিলা অনুরাগী তাঁকে মন দিয়েছিলেন রাতারাতি। আজ তাঁর জীবন পেড়িয়েছে ৫৯ বসন্ত। বয়সের ছাপ পড়েছে চোখে মুখে। পর্দায় তা বোঝা না গেলেও, পর্দার বাইরে ভাইজানের আসল রূপ ফাঁস হতেই মন খারাপ নেটপাড়া। কেউ কেউ আবার বেজায় উদ্বেগ প্রকাশ করলেন।
ছবিতে দেখা যাচ্ছে ঝুলে গিয়েছে ত্বক। চোখের কোল বসে গিয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। যদিও তিনি আজও পর্দার সুপারস্টার। আসছে ‘সিকন্দর’। সেই ছবির শুট শেষ করে সামনে এলেন ভাইজান। তবে সেই ছবি দেখে বেজায় মন খারাপ সকলের।
স্বপ্নের নায়কের যেন বয়স হতে নেই। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না কেউ। ছবি সামনে আসতেই কমেন্ট বক্স ভরে গেল আবেগঘন বার্তায়। কেউ ফিরলেন সলমনের গোল্ডেন ডেস-এ, কেউ আবার তাঁর শরীর নিয়ে চিন্তায়। যদিও বক্স অফিসে তিনি এখনও লম্বা রেসের ঘোড়া। আজও তাঁর বিয়ের স্বপ্ন দেখেন ভক্তরা। যদিও সলমন নিজের স্বাস্থ্য নিয়ে বেজায় সচেতন। তবে খেতে তিনি বেশ পছন্দ করেন। নিয়মিত শরীরচর্চা থেকে শুরু করে নিজেকে কড়া নিয়মে বেঁধে রাখার অভ্যাস তিনি অনেকদিন আগেই গ্রহণ করেছেন। তবুও বয়সের ছাপ চোখে পড়তেই সবটা যেন ধামাচাপা। মন খারাপ তাই সিনেপাড়ার ভক্তদের।