Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ড্রাগবিরোধী সলমন, ড্রাগ-ব়্যাকেট নিয়ে ‘রাধে’-র ভাবনা এন সি বি-র তদন্তের অনেক আগেই তাঁদের মাথায় এসেছিল, জানালেন ‘ভাইজান’

ছবি রিলিজের আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্স-এ ভাইজান জানিয়েছেন তিনি ড্রাগ সেবনের বিরুদ্ধে। ড্রাগস নেওয়ার পর সাময়িকভাবে নিজেকে খুব মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী মনে হলেও তা আদতে ক্ষতিকর। পরিবারকেও অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।

ড্রাগবিরোধী সলমন, ড্রাগ-ব়্যাকেট নিয়ে ‘রাধে’-র ভাবনা এন সি বি-র তদন্তের অনেক আগেই তাঁদের মাথায় এসেছিল, জানালেন ‘ভাইজান’
'রাধে'-র পোস্টার
Follow Us:
| Updated on: May 11, 2021 | 1:36 PM

সুশান্ত সিংয়ের মৃত্যুর পরেই নার্কোটিক কন্ট্রোল ব্যুরো( এন সি বি) বলিউডে তারকাদের ড্রাগস নেওয়া নিয়ে তদন্ত শুরু করেছে। দীপিকা পাডুকোন, অর্জুন রামপাল, সারা আলি খান—কেউ বাদ যায়নি তাদের তদন্ত থেকে। নানা রকম জেরার মুখে পড়তে হয়েছে বলি-তারকাদের। এই তদন্ত এখনও অব্যাহত। বলিউডে ড্রাগ-সেবনের ব়্যাকেট নিয়ে ধর-পাকড় চালাচ্ছে এন সি বি। তটস্থ বলি-তারকারা। এই ড্রাগ-ব়্যাকেট বলিউডে বেশ ভালই জাল-বিস্তার করেছে। সলমন খানের নতুন ছবি ‘রাধে’-র বিষয়-ভাবনা মুম্বইয়ের একটা ড্রাগ-ব়্যাকেটকে ঘিরেই। এই ছবিতে সলমন একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। এই ড্রাগ-ব়্যাকেটকে হাতে-নাতে ধরবেন তিনি। কিন্তু সলমন জানিয়েছেন এন সি বি-র তদন্তের অনেক আগেই এই ছবির ভাবনা তাঁদের মাথায় আসে। তাঁরা শুটও করে ফেলেন।

সলমন ড্রাগ-বিরোধী। ছবি রিলিজের আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্স-এ ভাইজান জানিয়েছেন তিনি ড্রাগ সেবনের বিরুদ্ধে। ড্রাগস নেওয়ার পর সাময়িকভাবে নিজেকে খুব মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী মনে হলেও তা আদতে ক্ষতিকর। পরিবারকেও অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তিনি বলেন, “আমাদের সবার বাড়িতেই ভাই-বোন,ভাগনা-ভাগনি আছে। এরা ইয়ং জেনারেশন। তুমি ড্রাগস নিলে বাড়ির ছোটদের ওপর তার প্রভাব পড়বে যা অত্যন্ত ক্ষতিকর। আমি একেবারেই ড্রাগ-সেবনের বিরুদ্ধে। আমার নতুন ছবি ‘রাধে’-তেও ড্রাগ-সেবনের বিরুদ্ধে বলা হয়েছে। মুম্বইতে এন সি বি তদন্ত শুরু করার অনেক আগে আমরা এই বিষয় নিয়ে ছবি তৈরির পরিকল্পনা শুরু করি। এমনকী ওদের তদন্ত শুরু হওয়ার আগে আমাদের গোটা ছবির শুটও শেষ হয়ে যায়।”

আরও পড়ুন:স্ট্যান্ড-আপ কমেডি শো নিয়ে আসছে অ্যামাজন প্রাইম

‘রাধে’ রিলিজ করছে ঈদের দিন। ১৩ মে। ওটিটি এবং সিনেমা হলে একসঙ্গে একইদিনে রিলিজ করছে ‘রাধে’। ভারতে এই প্রথম। ছবিতে সলমন ছাড়াও আছেন দিশা পাটানি, রণদীপ হুডা এবং জ্যাকি শ্রফ।