এমনিতেই সইফ আলি খানের উপর হামলা হওয়ার পর থেকেই তটস্থ গোটা বলিউড। প্রায় প্রত্যেক সেলেবই নিজের মতো করে মেপে নিচ্ছেন তাঁদের বাড়ির নিরাপত্তা বলয়। কিন্তু দেখুন, যাঁর ঘাড়ে বার বার নিশ্বাস ফেলে প্রাণনাশের হুমকি, সেই সলমনই বিন্দাস রাস্তায় বেরিয়ে পড়লেন নিরাপত্তা ছাড়াই! হ্য়াঁ, সম্প্রতি এমনই ঘটিয়ে ফেলেছেন বলিউডের দাবাং খান সলমন। আর শুধুই কি রাস্তায় বেরিয়েছেন? মুম্বইয়ের রাস্তায় চড়েছেন কালো-হলুদ ট্যাক্সি! তা ট্যাক্সি চড়ে কোথায় গেলেন সলমন?
সলমনের এই কাণ্ডে রয়েছে টুইস্ট। আসলে এসবই তাঁর নতুন ছবি সিকন্দর-এর শুটিংয়ের জন্য। যেখানে সলমনকে চড়তে হল কালো-হলুদ ট্যাক্সি। আর সেই ট্যাক্সি থেকে নেমেই এক জনবসতিতে ঢুকলেন সলমন। সলমনের পরনে ছিল নীল শার্ট, নীল জিনস। ক্যামেরার সামনে সিকন্দর অবতারে বিন্দাসপনা দেখালেন সল্লু মিয়াঁ। আর সেই শুটিংয়ের ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
গতবছর এপ্রিল মাসে হঠাৎই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ চলে। তবে কপাল জোরে সলমন বেঁচে যান। এই হামলার নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দল। এই হামলার নেপথ্যে থাকা দুই ব্যক্তি পুলিশের হাতে আটকও হয়েছেন। তবুও মাঝে মধ্যে মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে, কিংবা থানায় সলমনের নামে প্রাণনাশের হুমকি আসে। বার বার প্রাণনাশের হুমকি পাওয়ায় সলমনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এমনকী, সিকন্দর ছবির শুটিংও চলছে কড়া নিরাপত্তার মোড়কে। তারই মাঝে ভাইরাল হল সলমনের এমন ভিডিও।
চলতি বছরের ইদে মুক্তি পাবে সলমনের সিকন্দর। এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানাকে। টাইগার ৩ ছবির পর ফের অ্যাকশন অবতারে হাজির হবেন সলমন। তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল সিকন্দর ছবির ফার্স্টলুকেই।