
মুম্বইয়ের পানভিল এলাকায় সলমন খানের বিশাল মাপের ফার্ম হাউজ নিয়ে অনুরাগীদের মধ্য়ে কৌতুহলের শেষ নেই। সেই কৌতুহলকে আরও উসকে দিতে ভাইজান মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় তাঁর ফার্ম হাউজের ঝলক দেন। তবে যে ফার্ম হাউজে নিশিযাপন করেন জ্যাকলিন, ইউলিয়ার মতো বলিউড সুন্দরীরা, তার অল্প ঝলকেই কি আর মন ভরে। তবে এবার অভিনেতা রাঘব জুয়াল যা করলেন, তা থেকে বোঝা গেল সলমনের এই খামারবাড়িতে কী কী ঘটে। হ্য়াঁ, পানভিলের ফার্ম হাউজে ঘুরে এসে প্রকাশ্যে কিসসা ফাঁস করলেন ব্যাডস অফ বলিউড অভিনেতা রাঘব জুয়াল।
সলমনের কোন কিসসা ফাঁস করলেন রাঘব?
রাঘবের কথায়, সলমন নাকি দারুণ অতিথিবৎসল মানুষ। তাঁর ফার্ম হাউজে অতিথিরা এলে দারুণ খুশি হন তিনি। এমনকী, পুরো ফার্ম হাউজ ছেড়ে দেন অতিথিদের জন্য। নিজেই অতিথি সেবায় মাঠে নেমে পড়েন। রাঘব বলেন, ফার্ম হাউজে রয়েছে বিশাল মাপের বহু ঘর। রয়েছেন আলাদা প্লেজোন। শুধু তাই নয়, ফার্ম হাউজের ভিতরে রয়েছে ঝরনা, বিশাল জঙ্গল, জলাশয়। রয়েছে ডার্ট বাইক। যেকোনও পাঁচতারা হোটেলকে বাজিমাত দিতে পারে সলমনের এই ফার্ম হাউজ।
এর সঙ্গেই রাঘব যা বললেন, তা চমকে দেওয়ার মতো। রাঘব বলেন, আমি যখন সলমনের ফার্ম হাউজে গিয়েছিলাম। তখন ভোর তিনটে নাগাদ আমাকে ঘুম থেকে উঠিয়ে সলমন আস্তাবলে নিয়ে যায়। সলমনের আবদারে আমাকে ঘোড়াদের যৌনমিলন দেখতে হয়েছিল। চোখের সামনে দেখি ঘোড়ারা সঙ্গমে মত্ত। বাপরে সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আগে এমন অভিজ্ঞতা হয়নি আমার। রাঘবের কথায়, সলমন নিজে হাতে ব্রেকফাস্ট তৈরি করেও খাইয়েছেন। সলমনের মতো বড় মনের মানুষ বলিউডে নেই।