কবে বিয়ের পিঁড়িতে বসবেন সলমন খান, আজও এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। যদিও এতদিনে বিষয়টা অনেকের কাছেই স্পষ্ট, যে বৈবাহিক জীবনে খুব একটা আগ্রহী নন তিনি। তাই বলে যে সম্পর্কে নেই, সে কথা মেনে নিতে নারাজ ভাইজান। একবার শেহনাজ গিলের প্রশ্নের উত্তরেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যে তিনি সিঙ্গল নেই। ক্যাটরিনার বিয়ের পর সলমনকে সহানুভূতি দিতে চেয়েছিলেন শেহনাজ। তখন সলমনই জানিয়েছিলেন, যখন তিনি সিঙ্গল থাকবেন, তখন তিনি এই নিয়ে ভেবে দেখবেন। বয়স ৬০ ছুঁই-ছুঁই। কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে শোরগোল ফেলা তাঁর প্রেমকাহিনি বি-টাউনের অন্দরমহেল সর্বাধিক চর্চিত।
তবে বিয়ের কথা কখনও সামনে আসেনি। নাকি কখনই বিয়ে করতে চাননি তিনি? না, সলমন খান এই নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলে জানিয়েছিলেন, তিনি বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন। অনেকেই হয়তো জানেন না, তিনি বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে। জুহির বাবার কাছে নিয়ে গিয়েছিলেন বিয়ের প্রস্তাব। জুহিকে বেশ মিষ্টি মেয়েই মনে হতো তাঁর। এক সাক্ষাৎকারে সলমন খান মুখ খোলেন এই প্রসঙ্গে। তাঁর কথায়, জুহি চাওলার বাবা মুহূর্তে সলমন খানকে না বলে দিয়েছিলেন।
কেন, তার কারণ স্পষ্ট ছিল না সলমন খানের কাছে. তিনি জানান, কে জানে কি খুঁজছিলেন তিনি? এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত হতে শুরু করে সলমন খান ও জুহি চাওলার নাম। যদিও তিনি এই প্রসঙ্গে আর কোনও মন্তব্যই করেননি। বর্তমানে বিবাহিত জুহি চাওলা। ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। তবে সলমন খান এখনও অবিবাহিতই থেকে গিয়েছেন। যদিও বিয়ে যে তিনি করবেন না, সে বিষয় নিশ্চিত করে এখনও উত্তর দেন না ভাইজান। সলমন খানকে নিয়ে বরাবরই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। তাঁর সম্পর্ক নিয়ে সর্বদাই চর্চা থাকে অব্যাহত। ক্যাটরিনা কাইফের সঙ্গেই তাঁর সম্পর্কের খবর শেষ ছড়িয়ে পড়েছিল, তারপর থেকে আর তেমন কোনও সেলেবের সঙ্গে নাম জড়াতে দেখা যায়নি ভাইজানের।